সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
দুই আসনে মন গলেনি নুর-রাশেদদের, বিএনপির সঙ্গ ছাড়ার ইঙ্গিত সৎ প্রার্থী বেছে চিন্তা-ভাবনা করে ভোট দিন: প্রধান উপদেষ্টা সাংবাদিক নূরুল কবীরের বক্তব্যের কড়া প্রতিবাদ জামায়াতের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বাংলাদেশ  খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভান’ শাহবাগে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা ওসমান হাদিদের স্বপ্ন বাস্তবায়নে ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে: আতাউল্লাহ আমীন বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা ২৮৬ মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল সাড়ে চার লাখ বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

বাবরি মসজিদের উদ্যোক্তা হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পূর্বঘোষণা অনুযায়ী নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ও মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবির। নতুন এই দলের নাম- ‘জনতা উন্নয়ন পার্টি’। দলের পতাকার রং হবে- হলুদ, সবুজ এবং সাদা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। প্রকাশ করেন দলের ইস্তাহারও। দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছেন বেশ কিছু আসনে। নিজে লড়বেন ভরতপুর ও রেজিনগর আসনে।

হুমায়ুন কবির দাবি করেছেন, তার দল ১৩৫টি আসনে প্রার্থী দেবেন। এর মধ্যে তার লক্ষ্য হবে ৯০টি আসনে জেতা। এমনকি হুমায়ুন কবির দাবি করলেন, তার দল বিজিপির শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দেবেন।

এদিকে দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে, তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। ২০১৬ সালে সতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসেবে টেবিলই তার প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসেবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না-হলে অন্য বিকল্পের কথা ভাববেন তিনি।

মূলত, বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দেওয়ায় এবং দলীয় মতের বাইরে যাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। সাসপেন্ড হওয়ার পরই নতুন দল গড়ার ঘোষণা করে দিয়েছিলেন তিনি। সূত্র: আন্দবাজার

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ