বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার উদ্যোগে ইমাম, উলামা ও সুধীজনদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ভৈরব প্যালেস পার্টি সেন্টারে আয়োজিত উলামা-সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব শাহী মসজিদের খতিব মাওলানা উমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া কমলপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা জহিরুল ইসলাম, আল হেলার মহিলা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইসমাইল সরকার, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সেক্রেটারি মাওলানা উসমান গনী ও মাওলানা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ইদ্রিস, মাওলানা ইসহাকসহ ভৈরবের বিভিন্ন মসজিদের সভাপতি ও ইমামগণ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, বাংলাদেশে পরিবর্তনের সূচনা শুরু হয়েছে। এই পরিবর্তনের পেছনে তরুণ ও যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আজ কথা বলছে, কাজ করছে ইনসাফ কায়েম এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় এই নেতা বলেন, দেশের ছাত্রসমাজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরছে। এ আন্দোলনে শহীদ ওসমান হাদির আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ওসমান হাদিরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে বাংলাদেশে ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে আটটি ইসলামি দল ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভৈরব আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস আট দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জনগণের সমর্থন পেলে রাষ্ট্রকে নতুনভাবে সাজানো হবে, যেখানে গরিব ও অসহায় মানুষের অধিকার এবং সকল শ্রেণির মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা আজিজুর রহমান, মাওলানা শাহ আলম, মাওলানা মোরশেদুল আলমসহ সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা।
আরএইচ/