আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মাদরাসা বাহরুল উলুম ঢাকা’র ২ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল ২১ ও ২২ জানুয়ারি রোজ শুক্র ও শনিবার ঢাকা মাণ্ডার শেষ মাথা ইনডোর এ বিকেল তিনটা থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মাদরাসা বাহরুল উলুম ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতী মো: কেফায়েতুল্লাহ কাশফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
মুফতী মো: কেফায়েতুল্লাহ কাশফী আওয়ার ইসলাম কে বলেন, মাহফিল আজ থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে আমরা আজ শুরু করতে পারিনি। আগামীকাল থেকে ইনশাআল্লাহ দুই দিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে। দীনি ভাইদের আহ্বান করছি, আপনারা এ মহতি মাহফিলে অংশগ্রহণ করবেন।
সম্মেলনের প্রথম দিন উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহিব্বুল্লাহ বাকি আন-নদভী। পীর সাহেব চরমোনাই রহ. এর সাহেবজাদা মাওলানা জিয়াউল করীম।
জামিয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয়ে ঢাকার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান ফয়েজী। বরিশাল জাগুয়া ইউপি চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী। মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা। ইসলামী আলোচক মুফতি রেজাউল কারীম আবরার।
সম্মেলনের দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন মাওলানা ড. মুশতাক আহমদ। মাওলানা খালেদ সাইফুল্লাহ লক্ষ্মীপুর। মাওলানা ফরিদ উদ্দীন আল-মোবারক ও মাওলানা আবুল হাসান বোখারী গাজীপুরা। মুফতি মিযানুর রহমান সাঈদ। মাওলানা মাহবুবে এলাহী উজানী। মাওলানা রেজাউল করীম টাঙ্গাইল ও মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।
-কেএল