বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বসুন্ধরা মাদরাসার তাখাসসুস বিভাগের ভর্তি শুরু ৬ সেপ্টেম্বর; মানতে হবে যেসব নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ঐতিহ্যবাহী মাদরাসা মারকাযুল ফিকরীল ইসলামী বাংলাদেশের (বসুন্ধরা মাদরাসা) তাখাসসুস বিভাগের ভর্তি কার্যক্রম আগামী ৬ সেপ্টেম্বর (সোমবার) থেকে শুরু হবে। বৃহস্পতিবার ( ২ সেপ্টেম্বর)  বসুন্ধরা মাদরাসার পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার মাদরাসাটির দ্বায়িত্বশীল মুফতি মুহাম্মদ মুর্তজা আওয়ার ইসলামকে জানান, চলতি বছরের সকল তাখাসসুস বিভাগের প্রথম বর্ষের ভর্তি আগামী ৬ সেপ্টেম্বর (সোমবার) থেকে শুরু হবে এবং দ্বিতীয় বর্ষের ১১ সেপ্টেম্বর (শনিবার) থেকে শুরু হবে। দাওরা-মেশকাত বিভাগের ছাত্রদের ভর্তির বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

তিনি জানান, ৬ সেপ্টেম্বর প্রাথমিকভাবে ১ম বর্ষের নতুন শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের সরাসরি উপস্থিত হতে হবে মাদরাসায়। মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে পরীক্ষা প্রথমদিনেই শেষ হতে পারে অথবা ২য় দিনেও চলতে পারে। প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষা শেষে নির্বাচিত ছাত্রদের নাম ঘোষণা করা হবে, এরপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও ভর্তি উপযুক্তদের নাম জানানো হবে বলে জানান তিনি।

ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকল ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন ও ছবি আনতে হবে। নতুন শিক্ষার্থীদের আগের মাদরাসা থেকে প্রত্যয়নপত্র আনতে হবে অথবা অভিভাবক থেকে প্রত্যয়নপত্র ও জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। তাখাসসুস ফিল ফিকহ ও হাদীসে ভর্তির জন্য দাওরায়ে হাদীসের পরীক্ষায় মমতাজ অথবা জায়্যিদ জিদ্দানে উর্ত্তীণ হতে হবে।

এএ/এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ