সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

আলমডাঙ্গায় পলাশি দিবসের আলোচনাসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ২৩ জুন। ঐতিহাসিক পলাশী দিবস। বাঙালি জাতির পরাজয়ের এক বেদনাবহ দিন। আজ বাদ আসর নিমগ্ন পাঠাগারে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কবি আহমাদ কাজলের উপস্থাপনায় অনুষ্ঠানে পলাশী যুদ্ধের ইতিহাস ও শিক্ষা নিয়ে আলোচনা করেন কবি তামিম হোসাইন ডালিম, কাজল আহমেদ ও নাদিউজ্জামান রিজভী। 

সবশেষে আলোচনা করেন শায়খ ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, পলাশীর পরাজয়কে বাঙালি জাতির পরাজয় বলা হলেও এ পরাজয় মূলত ছিল মুসলিম জাতির। কেননা বাঙালি হিন্দু এ পরাজয়ে কিছু তো হারায়ই না। বরং শাসকগোষ্ঠীর আনুকূল্য পেয়ে রাতারাতি আঙুল ফুলে বটগাছে পরিণত হয়। আর বাঙালি মুসলমানরা শাসকগোষ্ঠীর সীমাহীন নিপীড়ন ও নিষ্পেষণে মাটিতে মিশে যায়। তারা সেই পরাজয় থেকে আজও মুক্তি পায়নি। যদিও তাদের ভূখণ্ড স্বাধীন হয়েছে, তারা লাভ করেছে রাজনৈতিক বিজয়। নানা ক্ষেত্রে তাদের পরাজিত অবস্থান এখন প্রকটভাবে দৃশ্যমান। 

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহমেদ, তাওহিদ খান, রোহান, সাব্বির, আবু শুয়াইব শিমুল, বেলায়েত হোসেন বিপু, মুহাম্মাদ আব্দুল্লাহ, তাইহান, ওয়াজি, সামিউল, আলনাঈম বিশাল, রহমতুল্লাহ, মাহিন, ফারহান প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ