শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলন: সোহরাওয়ার্দীতে উপচে পড়া ভিড় গাজাবাসীর নতুন ঝুঁকি বন্যা ও ভবন ধস হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের কুইজ প্রতিযোগিতা ও সিরাত কনফারেন্স জামায়াত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কর্মীর কৃষক পরিবারের ছেলে আবু তালেব শিক্ষা ক্যাডারে রসায়ন বিভাগে প্রথম ‘দুর্নীতি প্রতিরোধে সৎ ও আদর্শবান নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে’ আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে দেশি-বিদেশি অতিথি যাঁরা খতমে নবুওয়ত মহাসম্মেলন আজ, ঢল নামবে লাখো তৌহিদি জনতার  আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা

ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করা যাবে স্মার্টফোন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পথে চলতে চলতে মোবাইল ডাটা শেষ হয়ে গেলে কিংবা এমন কোথাও গেলে যেখানে ওয়াইফাই সুবিধা নেই আর সমস্যায় পড়ার কিছু নেই। আশেপাশের কোনো বন্ধু, পরিচিত কিংবা কাউকে বলে তার মোবাইলে হটস্পট অন করে সেটিকে ওয়াইফাই রাউটার হিসেবে ব্যবহার করা যাবে।

মুঠোফোনের থ্রি-জি বা ফোর-জি ডেটা প্যাক ওয়াইফাই সংযোগ হিসেবে শেয়ার করা যায় অন্যান্য ডিভাইসে। অনেক ফোনেই অবশ্য ওয়াইফাইয়ের পাশাপাশি ব্লুটুথ বা ইউএসবির মাধ্যমেও ইন্টারনেট ডেটা শেয়ার করা যায়।

পর্দার ওপরের দিক থেকে সোয়াইপ করে নামালে শর্টকাট মেনু দেখাবে। সেখান থেকে হটস্পটে ট্যাপ করুন। আর হটস্পট না পেলে পেনসিল আইকন অর্থাৎ এডিট অপশনে ট্যাপ করে কুইক সেটিংসে হটস্পট আনতে পারবেন।
মুঠোফোনের ইন্টারনেট ডেটা প্যাক শেয়ার করার সুযোগ আছে অ্যান্ড্রয়েডে। সে ক্ষেত্রে স্মার্টফোনটিকে ওয়াইফাই হটস্পট বানানো হয়। আর অন্যান্য ডিভাইস যেমন মুঠোফোন, ট্যাব বা কম্পিউটার সেই হটস্পটের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হতে পারে।

প্রথমবার ব্যবহারের আগে হটস্পট সেটআপ করে নিন। যথারীতি ওপর থেকে সোয়াইপ করে নিচে নামিয়ে হটস্পট আইকন কিছুক্ষণ হোল্ড করে থাকুন। এতে হটস্পট মেনু দেখাবে। মোর সেটিংস অপশনে ট্যাপ করে সেটআপ ওয়াইফাই হটস্পট নির্বাচন করুন। এবার নেটওয়ার্কের নাম দিন।

সিকিউরিটিতে নান অপশনটি নির্বাচন করে দিলে হটস্পটে যুক্ত হতে কোনো পাসওয়ার্ড লাগবে না। আর ডব্লিউপিএ২ পিএসকে নির্বাচন করলে হটস্পটে যুক্ত হওয়ার সময় পাসওয়ার্ড চাইবে। নিচের অংশে সেই পাসওয়ার্ড দিতে হবে। নিরাপত্তার জন্য সব সময় পাসওয়ার্ড ব্যবহার করতে বলা হয়। কিছু ক্ষেত্রে ব্যান্ড নির্বাচন করতে হতে পারে। বহুল ব্যবহৃত ২.৪ গিগাহার্টজ ব্যান্ড নির্বাচন করে দিতে পারেন। এরপর সেভ করুন।

এবার ওয়াইফাইয়ে যেভাবে যুক্ত হয়, ঠিক সেভাবেই যুক্ত করতে হবে। যে ডিভাইস থেকে যুক্ত হতে চান, সেটির ওয়াইফাই চালু করুন। এরপর হটস্পটের নাম নির্বাচন করুন, পাসওয়ার্ড দিন এবং কানেক্ট করুন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ