শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :

জেরুসালেমের এক গির্জায় আগুন দেয়ার সময় ইহুদিকে ধরলেন মুসলমানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েল অধিকৃত পবিত্র বায়তুল মুকাদ্দাস বা জেরুসালেমের একটি গির্জায় এক ইহুদির আগুন দেয়ার চেষ্টা রুখে দিয়েছেন ফিলিস্তিনি মুসলমানরা।

আজ শনিবার এ ঘটনা ঘটে। গির্জাটি হচ্ছে- জাবাল জেইতুন সংলগ্ন আল জাসমানিয়া।

আল শাহাব বার্তা সংস্থার এক প্রতিদেবনে বলা হয়, উপশহরবাসী এক ইহুদি গির্জার ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে বিভিন্ন আসবাবপত্রে আগুন দেয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় মুসলমানরা সেখানে উপস্থিত হন।

এ সময় ওই ইহুদিকে হাতে-নাতে ধরে ফেলেন মুসলমানরা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়, বাঁধে সংঘর্ষও। খবর পেয়ে ইসরায়েলি সেনারা এসে গির্জায় ঢুকে ইহুদি ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে যায়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ইরানের পার্সটুডে জানায়, এর আগেও বহুবার অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে মুসলমান ও খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ে আগুন দিয়েছে ইসরায়েলের ইহুদিরা। এর মাধ্যমে তারা স্থাপনাগুলো ধ্বংস করার চেষ্টা চালিয়ে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ