শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :

ঘাড় দেবো মটকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আশরাফ।।

আমাদের চুপচাপ
তোমাদের ক্ষমতা
জেগে যদি যাই ফের,
দেখা পাবে সমতা।

ক্ষমতার জোর দিয়ে
পাবে নাতো ঠিকতে
সেই কথা প্রয়োজনে
নেমে যাবো লিখতে।

তেড়া ঘাড় ছেঁড়া খুব
নয় জানি শক্ত
ঘনিয়ে তো আসছেই
আজ সেই অক্ত।

রক্তের দিনগুলো
আজও কেউ ভুলেনি
প্রতিশোধ নিতে কেউ
হাতখানা খুলেনি।

জনগণ জেগে গেলে
ঘাড় দেবে মটকে
গলাবাজি ছেড়ে দে-
নয় দেবো লটকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ