মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

সাভারে খতমে নবুয়াত সম্মেলন ২৬ ফেব্রুয়ারি, থাকবেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

সংসদে খতমে নবুওয়াত নিয়ে আইন পাস করার দাবিতে ইত্তেহাদুল উলামা সাভার উপজেলার উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে নবুওয়াত মহাসম্মেলন।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী। প্রধান অতিথি হিসেবে থাকবেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এনামুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমী ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমির আল্লামা আব্দুল হামিদ।

মুখ্য আলোচক হিসেবে থাকবেন, মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আনাস মাদানী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা হামেদ জহিরী, মাওলানা হাসান জামিল, মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজিসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের চেয়ার অলংকৃত করবেন, আল জামিয়া মাদানিয়া রাজফুলবাড়িয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা মর্তুজা হাসান ফয়েজী মাসুম, মাওলানা আব্দুল্লাহ।

মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন, ইত্তেহাদুল উলামা সাভার উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী ও জামিয়া খাতামুন্নাবীয়্যীনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমান কাসেমী।

খতমে নবুওয়াত মহা সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

মহাসম্মেলনে যোগদানের আহ্বান জানিয়েছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী ও সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ