বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

ভারতের মুসলিম ও অমুসলিমদের মাঝে মালয়ালাম ভাষার পবিত্র কুরআনের অনুবাদ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের এনডওমেন্ট সংস্থা ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা প্রদেশে মালয়ালাম ভাষায় পবিত্র কুরআনের অনুদিত ৫০০০ পাণ্ডুলিপি বিতরণ করেছে।

তুরস্কের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট এহসান আচিক এক বিবৃতিতে বলেছেন তুরস্কের এনডওমেন্ট সংস্থার পক্ষ থেকে ভারতের কেরালা প্রদেশের বিভিন্ন শহরের মুসলিম ও অমুসলিমদের মাঝে মালয়ালাম ভাষায় পবিত্র কুরআনের অনুদিত ৫০০০ পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

এ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে ২০১৫ সালে চালু হওয়া কুরআন আমার উপহার প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তুর্কি ধর্মীয় এন্ডোমেন্টমেন্ট সংস্থা ২০২০ সাল নাগাদ ভারত, নাইজার, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, আলবেনিয়া, হাঙ্গেরি এবং জাপানের স্থানীয় ভাষায় পবিত্র কুরআনের এক লাখ কপি প্রেরণের পরিকল্পনা করেছে।

এহসান আচিক বলেছেন এই প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত পবিত্র কুরআনের ২,৯৪,৮৮৪ খণ্ড পাণ্ডুলিপি তুরস্কের মধ্যে এবং বিশ্বের ৬৭টি দেশের ২৬টি প্রচলিত ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ৬,৩০,১৬০ খণ্ড পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের ২২টি প্রশাসনিক ভাষার মধ্যে কেরালা এবং লক্ষদ্বীপ আন্তঃসংযুক্ত অঞ্চলের একটি ভাষায় হচ্ছে। মালয়ালাম (മലയാളം malayālam)। বিশ্বের মধ্যে বিশেষ করে ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা প্রদেশে ৩ কোটি ৫৯ লাখ মানুষ মালয়ালাম ভাষায় কথা বলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ