বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

মারকাযুদ দিরাসায় 'ইতিহাস গ্রন্থ; পাঠ ও প্রয়োজনীয়তা' শীর্ষক আলোচনা সভা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতীত ইতিহাস থেকে নেয়া শিক্ষা ভবিষ্যৎ জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার পাথেয়। একজন সফল ব্যক্তি, একটি ভাল পরিবার কিংবা কোন সমৃদ্ধশালী সমাজ গঠনে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার কোন বিকল্প নেই। এরই প্রেক্ষিতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মাঝে ইতিহাসের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও বৈশিষ্ট্য বিষয়ে যুগপৎ ধারণা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর মিরপুরস্থ শেওড়াপাড়ার মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকায় অনুষ্ঠিত হবে 'ইতিহাস গ্রন্থ ; পাঠ ও প্রয়োজনীয়তা' শীর্ষক আলোচনা সভা।

আজ বুধবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব মিরপুরের শেওড়াপাড়াস্থ মারকাযের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে উল্লেখিত বিষয়ে আলোচনা করবেন ইতিহাস বিষয়ক লেখক ইমরান রায়হান। তাছাড়া, ইতিহাসবোদ্ধা আরও একাধিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সভায়।

মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ প্রতিভাবান আলেমে মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আওয়ার ইসলামকে বলেন,'তারিখ দোহরাতি হে (ইতিহাস ফিরে ফিরে আসে)। এজন্য ইতিহাস জানা এবং তা থেকে ভবিষ্যৎ জীবনে শিক্ষা গ্রহণ করা অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আর আজকের তরুণ শিক্ষার্থীরা আগামী দিনে জাতির কর্ণধার হবে; উত্তরসূরিদের থেকে ঘটে যাওয়া কোন ভুলের পুনরাবৃত্তি যেন তারা তাদের ভবিষ্যৎ জীবনে না ঘটায় এজন্য আমরা এজাতীয় একটি অনুষ্ঠান আয়োজনে আগ্রহী হয়েছি।

“তাছাড়া, ব্যক্তি থেকে শুরু করে বিরাট কোন সমাজ গঠনেও ইতিহাস-পাঠ অত্যন্ত জরুরি একটি ব্যাপার। কেননা, বাস্তব জীবনের উন্নতি ও উৎকর্ষতা অর্জনে ইতিহাসের শিক্ষা অন্যতম হাতিয়ার বিবেচনা করি আমরা। আর এসব দিক লক্ষ্য করেই এই আলোচনা সভার আয়োজন'।” যোগ করেন তিনি।

ব্যতিক্রমী এই আলোচনা-সভা মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকার পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর সভাপতিত্বে রাত ৯ টা নাগাদ শেষ হবার কথা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ