মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
“মানবিক করিডোর’’প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম

বিশ্বের বিভিন্ন দেশে রমজানে পণ্যের দাম কমলেও বাংলাদেশে বাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের বিভিন্ন দেশে ধর্মপ্রাণ মুসল্লিরা রমজান মাসের রোজা পালন করছেন। প্রতি বছর রমজান এলেই বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ে। আর বিশ্বের বিভিন্ন দেশে এ চিত্র পুরোই উল্টো। তারা ১১ মাস ব্যবসা করে আর রমজান মাসে ছাড় দিয়ে মূল্য কমিয়ে দেয়।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ এশিয়ার দেশ মালয়েশিয়ায়ও রমজান মাসে এলে বিভিন্ন পণ্যের দাম কমানো হয়।

আরব আমিরাতের বাজারে নিত্যপণ্যে মূল্যছাড়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগ কিছু কিছু পণ্যে ৫০ শতাংশের ওপরে ছাড় ঘোষণা করেছে। পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন পণ্যের ওপর এই মূল্যছাড় বলবৎ থাকবে।

সৌদি আরবের বিভিন্ন পণ্য সরবরাহ কোম্পানি রমজানে ১২ হাজার পণ্যে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। খাদ্যপণ্যে সর্বোচ্চ ৭৭ শতাংশ এবং খাদ্যপণ্য না হলে সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যছাড় দেবে তারা।

এছাড়া তেলসমৃদ্ধ দেশ কাতারে ৫০৩টি ভোগ্য পণ্যে রমজান উপলক্ষ্যে মূল্যছাড় দেয়া হয়েছে। রমজানের পাঁচদিন আগে থেকে হ্রাসকৃত মূল্যে এসব ভোগ্যপণ্য কিনতে পারছে সেখানকার ভোক্তারা।

এশিয়ার দেশ মালয়েশিয়ায় ১০টি ভোগ্যপণ্য নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এর মধ্যে রয়েছে আটা, চিনি, মুরগির মাংস, মুরগির ডিম, মটরশুঁটি ও নারকেল।

অন্যদিকে রমজান মাস এলেই বাংলাদেশে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পায়। অধিক মুনাফার আশায় অনেক ব্যবসায়ী কেবল রমজান মাসকে টার্গেট করে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায়।

তাই পুরো রমজানজুড়ে ছোলা, চিনি, ডিম, দুধ, মাছ, মাংস, খেজুর, ‍মুড়ি ও ফলসহ বিভিন্ন পণ্য অতিরিক্ত দামে কিনতে হয় বাংলাদেশের মানুষজনকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ