শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

ডেমরা ফায়ার সার্ভিসে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার ডেমরায় তিতাস গ্যাসের মেইন লাইন লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে ১২টার দিকে ডেমরা ফায়ার সার্ভিসের ভিতরে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ১ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিতাস গ্যাস ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।

এদিকে তিতাস গ্যাসের ডেমরা শাখা অফিস থেকে গ্যাসের মেইন লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পথচারীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দিলে তারা ছুটে আসেন। এ সময় ডেমরা ফায়ার সার্ভিসের টিম দ্রুত আগুন নেভানোর কাজে লেগে পড়ে। পরে ফতুল্লাসহ অন্যান্য টিম ঘটনাস্থলে ছুটে আসে।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থলে পথচারী ও দায়িত্বরত প্রহরীদের মাধ্যমে জানতে পেরে দ্রুত আমাদের টিম আগুন নেভানোর কাজে লাগে। পরবর্তীতে কন্ট্রোল রুমের খবরে আদমজী, ফতুল্লাসহ বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসে। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে গ্যাস সরবরাহ বন্ধের পর ঢাকার বিভিন্ন এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। খবর পেয়ে তিতাস গ্যাসের ইমার্জেন্সি বিভাগ থেকে দুটি টিম উপস্থিত হয়।

তিতাস গ্যাসের ইমার্জেন্সি টিম লিডার ফারুক হোসেন বলেন, কন্ট্রোল রুমে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করা হয়। পরবর্তীতে তিতাস গ্যাসের মেইন লাইনের বাল্ব বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ