বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

ঢাকার মান্ডায় ৬ দিন ব্যাপী দীনিয়াতের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রাজধানী ঢাকার মান্ডার শেষ মাথা, মুগদা ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটে শুরু হচ্ছে ৬ দিনব্যাপী দীনিয়াতের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইলমে ওহির শিক্ষা থেকে বঞ্চিত শতকরা ৯৮% জনগােষ্ঠির কাছে বিশুদ্ধ ঈমান আকিদা ও দ্বীনের মৌলিক বিষয়গুলো পৌঁছে দেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এ কোর্স।

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪  ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কোর্স। এতে ধর্মপ্রাণ যে কোনো ব্যক্তি অংশ নিতে পারবেন বলে জানা গেছে।

মোট ৭টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। বিষয় সমুহ- ১.দীনিয়াত মাস্তবের নেযাম ২. দীনিয়াত মাকতাবের নেসাব ৩. দীনিয়াত মাতাবের পাঠদান পদ্ধতি ৪. দীনিয়াত মাতাবের নেগরানী ৫. শিশু মনােবিজ্ঞান সম্পর্কে ধারণা ৬. একজন আদর্শ শিক্ষকের গুণাবলি ৭. ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

বাংলাদেশ দ্বীনিয়াত মকতবের প্রধান মুফতি সালমান আহমদ বলেছেন, বিজ্ঞ উলামায়ে কেরামের দীর্ঘ গবেষণায় রচিত বর্তমান ও আগামী প্রজন্মকে নাস্তিকতা থেকে বাঁচাতে এ দীনিয়াতের আবিস্কার।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইলমে ওহীর শিক্ষা থেকে বঞ্চিত শতকরা ৯৮% জনগােষ্ঠির কাছে বিশুদ্ধ ইমান-আকীদা ও দীনের মৌলিক শিক্ষা পেীছে দেওয়া এবং স্কুল কলেজ পড়ুয়া।

বর্তমান ও আগামী প্রজন্মকে নাস্তিকতা ও ধর্মদ্রোহিতার হাত থেকে রক্ষা করে তাদের মধ্যে ঈমানী চেতনা ও ইসলামী মূল্যবােদের বীজ বপন করা দীনি ও জাতীয় স্বার্থে আমাদের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য।

আমাদের আকাবিরদের দৃষ্টিতে এ গুরুত্বপুর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে সহজ ও কার্যকর পদ্ধতি হলাে
প্রতিটি এলাকায় মুনাজ্জাম মক্তব প্রতিষ্ঠা করা।

এ দীনিয়াতের গুরুত্ব সম্পর্কে তিনি আরো বলেন, বর্তমান বিশ্বের বরেণ্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, মাতব শিক্ষাকে যুগের চাহিদা অনুপাতে সংস্কার, আধুনিকায়ন,সুষ্ঠুভাবে পরিচালনা এবং বয়স ভেদে ভিন্ন ভিন্ন সিলেবাসের মাধ্যমে সর্বশ্রেণীর মুসলমানদের কাছে দীনের মৌলিক শিক্ষা পৌছে দেয়ার লক্ষ্যে তৈরী করেছেন দীনিয়াত মুনাজ্জাম মক্তব কোর্স।

প্রতিটি পাড়া মহল্লায় মুনাজ্জাম মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে ইসলামের মৌলিক
শিক্ষা পেীছে দেয়াই দীনিয়াতের উদ্দেশ্য।

উন্নত বিশ্বের দেশগুলােতে প্রচলিত এ শিক্ষাধারা এখন আমাদের দেশেও শুরু হয়েছে। সাধারণ মানুষকে এ কোর্স অনেক উপকৃত করবে বলে আমরা আশা করি।

প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীরা নিচের ঠিকানায় যোগাযোগ করুন। নিকুঞ্জ-২, রােড-২,বাড়ি-৩৪।  ০১৫৫৬-১০০২০০, ০১৮১৯৪৭৭৮৮৬, ০১৭৩৭২৯৬৬৬৮, ০১৭৩০-৬৭১০৯২।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ