সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বরগুনার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা নবীজির জীবনাদর্শ অনুসরণে জীবন আলোকিত হবে: ধর্ম উপদেষ্টা বাংলাদেশ-পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে–ড. ইউনূসকে জেনারেল সাহির ‘আলেম সমাজকে প্রকৃত ভূমিকা পালনে অগ্রণী হতে হবে’ ভাগ্যের পরিবর্তন চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে: শায়খে চরমোনাই মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যু, কারণ অনুসন্ধানে কমিটি গঠন ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচনের দাবি গণঅধিকার পরিষদের মনিগাঁও মাদরাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ২৯ নভেম্বর কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না: পীর সাহেব চরমোনাই ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

কাফেরের জান কবজের সময় কেমন হয় আজরাইল ফেরেশতার আকৃতি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইবনে মাসুদ ও ইবনে আব্বাস রা. বলেন, মহান আল্লাহ যখন হজরত ইবরাহিম আ. কে নিজের খলিফা ঘোষণা করেন। আজরাইল ফেরেশতা তখন  আল্লাহর কাছে আবেদন জানান, সুসংবাদটি তিনিই আল্লাহর বন্ধু ইবরাহিম পর্যন্ত পৌঁছাবেন।

মহান আল্লাহ অনুমতি দিলেন। ফেরেশতা হজরত ইবরাহিম আ. এর কাছে উপস্থিত হন এবং এ সুসংবাদ প্রদান করেন। শুনে হজরত ইবরাহিম আ. শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ।

এ সময় হজরত ইবরাহিম আ. ফেরেশতাকে বলেন, হে জান করজের ফেরেশতা! আমাকে দেখাও কীভাবে তুমি কাফেরদের রুহ কেড়ে নাও।

ফেরেশতা বলেন, আল্লাহর বন্ধু! আপনার পক্ষে সে ভয়ঙ্কর আকৃতি দেখা সম্ভব নয়। হজরত ইবরাহিম আ. তারপরও নাছোরবান্দা। নিজ অনুরোধে অটল।

উপায় না দেখে মওতের ফেরেশতা কৃষ্ণ মুখ ধারণ করলেন, আসমানের সঙ্গে তার মাথা লাগোয়া, মুখ থেকে বের হচ্ছিল আগুনের স্ফুলিঙ্গ। শরীরে কোন পশম নেই। সে কি এক বিভৎস আকৃতি!

হজরত ইবরাহিম আ. দেখে বেহুঁশ হয়ে পড়ে যান। অনেক্ষণ পর জ্ঞান ফিরে আসে। ততক্ষণে ফেরেশতাও স্বাভাবিক রূপে ফিরে আসেন।

হজরত ইবরাহিম আ. বলেন, তোমার ওই ভয়ংকর আকৃতি তো কাফেরদের কঠিন বিপদের জন্য যথেষ্ট।

আমাকে এবার দেখাও কীভাবে মুমিন ব্যক্তির রূহ তুলে নাও। এবার আজরাইল ফেরেশতা এক সুদর্শন যুবকের আকৃতি ধারণ করলেন। শ্বেত শুভ্র পোশাক পরিহিত, শরীর থেকে বের হচ্ছিল অপূর্ব সুগন্ধি।

এ অবস্থা দেখে ইবরাহিম আ. বলেন, কোন মুমিন যদি মৃত্যুর সময় শুধু তোমার আকৃতি দেখে, এটিই তার জন্য যথেষ্ট। (জিকরুল মাউত, ইবনু আবিদ দুনিয়া)

সূত্র: জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ