সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

জাতিসংঘকে রাখাইনে প্রবেশের অনুমতি দিল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাখাইনে ত্রাণ সরবরাহের জন্য জাতিসংঘকে মিয়ানমার সরকার অনুমতি দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা- ডব্লিউ এফ পি। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে বিশ্ব খাদ্য সংস্থার  মুখপাত্র বেটিনা লুয়েশার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই মাসের নিষেধাজ্ঞার পর জাতিসংঘের ত্রাণকর্মীদের সেখানে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে দেশটির সরকার।

তবে ঠিক কবে থেকে ওই কর্মসূচি শুরু করবেন তা জানাতে পারেননি লুয়েশার। বিষয়টি নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। দুই মাস ধরে রাখাইনে বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রম নিষিদ্ধ ছিল।

এর ফলে রাখাইনে বিশ্ব খাদ্য সংস্থা ১ লাখ ১০ হাজার রোহিঙ্গা ও বৌদ্ধদের মাঝে ত্রাণ সরবরাহের সুযোগ পাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে কবে থেকে এ কার্যক্রম শুরু হবে সেবিষয়ে কিছু জানা যায়নি। মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করা হবে বলে জানান সংস্থাটির মুখপাত্র।

উল্লেখ্য,  ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৬০ হাজারের মতো রোহিঙ্গা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে। সেখানে প্রায় দুই হাজার শিশু পাওয়া যায়, যারা তীব্র অপুষ্টিতে ভুগছে।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ