মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


সুইডেনের স্টকহোমে লরি হামলা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

loriসুইডেনের স্টকহোমে মানুষের ভিড়ে একটি দোকানে লরি উঠিয়ে দেয়ায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আজ শুক্রবার স্থানীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

সুইডেনের পুলিশের দাবি, এটি সন্ত্রাসী হামলা। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আহতের সংখ্যা প্রচুর।

এদিকে সুইডেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, লরিটি ‘ছিনতাই’ করে নেওয়া হয়েছিল।

আল জাজিরার খবরে বলা হয়, অ্যাহলেন্স ডিপার্টমেন্ট স্টোর ও শহরের পথচারীদের সবচেয়ে বড় রাস্তার কর্নারে ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ট্রাকটি দোকানপাটের সামনের জনাকীর্ণ রাস্তা মাড়িয়ে স্টোরটিতে ধাক্কা দেয়। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ঘটনাস্থল ড্রটনিঙ্গাটান সড়কটি রক্তে লাল হয়ে যায়। রাস্তটি সব সময় ব্যস্ত। কারণে এখানে অনেক শপিং মল আছে।

যুক্তরাজ্যে লন্ডনে ওয়েস্টমিনস্টার সেতুতে হামলার দুই সপ্তাহের মধ্যেই স্টকহোমে হামলার ঘটনাটি ঘটল।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি এসে দেখেন লরিটি দিয়ে ধোঁয়া বের হচ্ছে। অন্য একজন জানান, পুরো সড়কে পড়ে ছিল মানুষের শরীর। বিশেষ করে নিহতদের লাশগুলো ঢেকে রাখার চেষ্টা করছিল সবাই।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, লরিটি সুইডিশ প্রতিষ্ঠান স্পেনড্রাপসের। তবে ঘটনার আগে লরিটি ছিনতাই করে দুর্বৃত্তরা।

মঙ্গল শোভাযাত্রা বাতিল করতে হবে: আল্লামা কাসেমী

ইসলামী যুব আ‌ন্দোল‌নের পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ