সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

পৃথিবীর ৮০ ভাগ নারী সংসদ সদস্য হয়রানির শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Women mpআওয়ার ইসলাম : বিশ্বের ৮০ শতাংশ নারী সংসদ সদস্য বিভিন্ন ধরনের মানসিক হয়রানির শিকার হন বলে  জানিয়েছে ব্যুরো অফ ওম্যান পার্লামেন্ট। তাদের রাজনীতি ও সংসদে নারী বিষয়ক এক স্টাডিতে এ তথ্য উঠে এসেছে।

শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১৩৬তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে পরিসংখ্যানটি জানান ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের প্রতিনিধি।

এদিন সকাল ৮টায় ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের বৈঠক দিয়ে শুরু হয় সম্মেলন। এরপর বসে ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ানের সভা। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের প্রতিনিধি জানান, ৮০ শতাংশ নারী সংসদ সদস্য আবেদনময়ী মন্তব্য শুনেছেন অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি পেয়েছেন। এর মধ্যে ৪৫ শতাংশ নারী সংসদ সদস্যকে হত্যা, ধর্ষণ বা অপহরণের হুমকি দেওয়া হয়েছে। ২০ শতাংশ নারী সংসদ সদস্য যৌন হয়রানির শিকার হয়েছেন এবং তাদের ২৬ শতাংশ হেনস্থার শিকার হয়েছেন শারীরিকভাবে।

 আশঙ্কাজনক তথ্যটি তুলে ধরে ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের প্রতিনিধি বলেন, ‘এটি হচ্ছে রাজনীতি এবং সংসদে অংশগ্রহণকারী নারীদের চিত্র। এটি সারা দুনিয়ার সংসদগুলোর মনোযোগ আকর্ষণ করেছে। আমরা নারীর অধিকার এবং ক্ষমতায়ন নিয়ে কাজ করে থাকি। নারীদের প্রতি সহিংস আচরণ বন্ধের জন্য ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের পক্ষ থেকে সবাইকে এ স্টাডি প্রচার এবং বিতর্ক করার জন্য উৎসাহ দেওয়া হয়। তাই বিষয়টি নিয়ে ঢাকায় আলোচনা করা হলো।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ