মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গোলাগুলি নিহত ১, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

UK1লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে গুলাগুলির ঘটনায় ১ ব্যক্তি নিহত হযেছে। এছাড়া আহত হয়েছে ১২ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে। গোটা পার্লামেন্ট এলাকা বন্ধ করে দেয়া হয়। এতে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। পার্লামেন্টের অধিবেশন মুলতবি করে দেয়া হয়েছে।

তার কিছুক্ষণ আগে সংসদের কাছে ওয়েস্টমিন্সটার ব্রিজে একটি গাড়ি পথচারীদের ধাক্কা দিয়ে পাঁচজনকে আহত করে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এই ঘটনাকে 'সন্ত্রাসী ঘটনা বলে আখ্যায়িত করেছে।

গুলির আওয়াজের পরপরই প্রধানমন্ত্রী তেরেসা মেকে তাঁর দফতর থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন ওয়েস্টমিনস্টারে সংসদ ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে। গোটা সংসদ এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

সংসদের অধিবেশন মুলতবি করে দেওয়া হয়েছে। সংসদের ভেতর থেকে রাজনীতিক ও সাংবাদিকরা টুইট করে জানিয়েছেন তারা ভবনের বাইরে জোর আওয়াজ শুনতে পেয়েছেন।

ব্রিটিশ এক রাজনীতিক যিনি সংসদের ভেতরে ছিলেন তাকে উদ্ধৃত করে খবর দেওয়া হচ্ছে এক ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছে।

এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা যাচ্ছে, তবে ঐ ব্যক্তি মারা গেছে কীনা তা এখনও নিশ্চিত করা যায় নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ