শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :

পাপমুক্ত জীবনের চেতনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ আরাফাত : রমজান মাস নেক অর্জনের ভরা মৌসুম। ত্যাগ আত্নশুদ্ধি লাভের অনন্য সময়। ধৈর্য ও সংযমের মাস। মুমিন বান্দা লাভ করবে মালিকের দাসত্ব। মালিকের ভয়ে অশ্রু ঝরাবে বুক ভাসিয়ে। গুণাহ মাফ করিয়ে নিবে রমজানের দিন রাতে। গড়বে পাপমুক্ত জীবনের চেতনা।

বান্দা সিক্ত হবে রমজানের অবারিত রহমতে। বাঁচবে শয়তানের ধোঁকা থেকে। বিরত রাখবে অন্যায় অশ্লিলতা আর পাপ পংকিলতা থেকে। রমজানের চাঁদ উদয়ে থেমে যায় আজাবের ফেরেশতা। খুলে যায় রহমত নাজাত আর মাগফিরাতের দুয়য়ার। প্রভু বেঁধে ফেলেন দুষ্ট শয়তানকে। কারাবন্দী রাখেন মাসজুড়ে।

সাহাবি হজরত আবু হুরায়রা সূত্রে বর্ণিত নবিজি সা. বলেছেন,  ‘রমজানের প্রথম রাতে শয়তান ও দুষ্ট জিনকে বেঁধে রাখা হয়। খুলে দেয়া হয় জান্নাতের দুয়ার। বন্ধ করে দেয়া হয় জাহান্নামের সব কটি দরজা।’ তিরমিজি শরিফ ৬৭৭

মহান প্রভুর দরবারে এই মিনতি, মাগফিরাতের মাসে কারানিক্ষিপ্ত দুষ্ট শয়তানের হাত থেকে গুনাহগার বান্দাদের দাও মুক্তি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ