সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন, স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আধুনিক জীবনে ইন্টারনেট এখন এক অপরিহার্য সঙ্গী। ঘরে-বাইরে, অফিস থেকে শুরু করে ক্যাফে পর্যন্ত—প্রায় সর্বত্রই ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা বাড়ছে। মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা স্মার্ট ডিভাইসের ব্যবহার আমাদের জীবনকে সহজ করেছে বটে, তবে এর রেডিয়েশন মানব শরীরের জন্য ক্ষতিকর কি না—তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে।

মেডিকেল কলেজ অব উইসকনসিনের রেডিয়েশন অনকোলজির অধ্যাপক জন মোল্ডারের নেতৃত্বে ২০১৩ সালে পরিচালিত একটি পর্যালোচনা গবেষণায় দেখা যায়, ওয়াই-ফাই রেডিয়েশনের প্রভাব একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

মূলত ওয়াই-ফাই রাউটার ও মোবাইল ফোন রেডিও ওয়েভ ব্যবহার করে তথ্য আদান-প্রদান করে। ১৯৫০-এর দশক থেকেই মানুষের শরীরে রেডিও ওয়েভের প্রভাব নিয়ে গবেষণা শুরু হয়। সে সময় শক্তিশালী রাডার ব্যবহারের কারণে নৌবাহিনীর সদস্যদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

গবেষণায় প্রমাণিত হয়েছে, উচ্চমাত্রার বৈদ্যুতিক চৌম্বকীয় রেডিয়েশন ক্যানসার বা টিউমার সৃষ্টি করতে পারে। তবে ওয়াই-ফাই রাউটার বা মোবাইল ফোনে ব্যবহৃত নিম্ন-ফ্রিকোয়েন্সির তরঙ্গ তুলনামূলক কম ক্ষতিকর। সাধারণত তা ত্বকের ক্ষুদ্র সমস্যার বাইরে বড় কোনো জটিলতা তৈরি করে না।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কেনেথ ফস্টার বলেন, “ওয়াই-ফাই রাউটার আসলে মাত্র ০.১ শতাংশ সময় তথ্য পাঠায়, বাকি সময় এটি অপেক্ষায় থাকে। তাই রাউটার থেকে যত দূরে থাকা যায়, শরীরের ওপর রেডিয়েশনের প্রভাব তত কম হয়।”

তবে সবাই এতটা আশ্বস্ত নন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জোয়েল মোস্কোভিটজ সতর্ক করে বলেন, প্রাণীর ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি নিম্নমাত্রার রেডিয়েশনও স্নায়বিক সমস্যা, প্রজনন ব্যাধি এবং ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (IARC) মোবাইল ফোনকে ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ হিসেবে তালিকাভুক্ত করেছে। যদিও এখনো ওয়াই-ফাই সরাসরি ক্যানসার ঘটায়—এমন পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে, কারণ তাদের শরীর বেড়ে উঠছে এবং এক্সপোজারও দীর্ঘমেয়াদে বাড়ছে। তাই সতর্ক থাকা জরুরি। যেমন—ডিভাইস শরীর থেকে দূরে রাখা এবং ব্যবহার না করলে ওয়াই-ফাই বন্ধ রাখা।

সূত্র: টাইম ম্যাগাজিন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ