বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
আ.লীগের সব অফিস বন্ধ করতে ভারতকে আহ্বান বাংলাদেশের খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা মুসা আল হাফিজের সৃষ্টি ও দৃষ্টি ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলনের ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুফতি রায়হান জামিল কুমিল্লা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ কিশোরগঞ্জ-৬ আসনে মাওলানা আতাউল্লাহ আমীনের ব্যাপক গণসংযোগ চান্দিনা থানায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাওলানা যাইনুল আবিদীনের মৌলিক সিরাত গ্রন্থ ‘আমাদের নবীজি’ বাজারে পিআরের পক্ষে জনমত তৈরিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা পীর সাহেব চরমোনাইয়ের

সমুদ্রের নিচে গাড়ি চালানো — কল্পনা না বাস্তব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

প্রযুক্তির উৎকর্ষতা মানুষের কল্পনাকে ছুঁতে শুরু করেছে বহু আগে থেকেই। আকাশে উড়ে বেড়ানো যেমন এখন বাস্তব, তেমনি পানির নিচে গাড়ি চালানোও আর নিছক কল্পনা নয়। তবে এই ধারণা পুরোপুরি বাস্তবে রূপ নিয়েছে কি না, তা নিয়ে রয়েছে বিস্ময় আর প্রশ্ন—সমুদ্রের নিচে গাড়ি চালানো কি আদৌ সম্ভব?

গল্পের শুরু: কল্পনা থেকে চিন্তা

এক সময় জেমস বন্ডের সিনেমায় পানির নিচে চলা গাড়ি দেখে মানুষ বিস্মিত হতো। কিন্তু সেই সিনেমাটিক চিন্তাই বাস্তবতার দিকে এগোতে থাকে যখন প্রযুক্তিবিদরা সাবমেরিন এবং সাবমার্জিবল ভেহিকলের ধারণা নিয়ে গবেষণা শুরু করেন।

প্রযুক্তির বাস্তবতা

বিশ্বের প্রথম পানির নিচে চলতে সক্ষম গাড়ির মতো যান তৈরি করেছে সুইজারল্যান্ডের কোম্পানি Rinspeed। তারা তৈরি করেছে Rinspeed sQuba, যা পানির নিচে ১০ মিটার পর্যন্ত ডুবতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে পানির ওপর ও নিচে চলতে সক্ষম। এতে বৈদ্যুতিক প্রপেলারের মাধ্যমে চালনা করা হয় এবং চালক ও যাত্রী অক্সিজেন মাস্ক ব্যবহার করে শ্বাস নিতে পারে।

প্রযুক্তিগত চ্যালেঞ্জ

সমুদ্রের নিচে সাধারণ গাড়ি চালানো সহজ নয়। কারণ, পানির প্রচণ্ড চাপ গাড়ির কাঠামো ধ্বংস করতে পারে, ইঞ্জিন, ব্যাটারি ও যান্ত্রিক অংশে পানি ঢুকলে গাড়ি বিকল হতে পারে, গাড়ির ভাসমান ক্ষমতা নিয়ন্ত্রণ কঠিন, দৃষ্টিসীমা সীমিত হওয়ায় চালনা কঠিন হয়।

সমুদ্রের নিচে গাড়ি চালানো এক সময় ছিল কল্পনা, এখন তা পরীক্ষামূলক বাস্তবতা। ভবিষ্যতে, প্রযুক্তি আরও উন্নত হলে হয়তো এ ধরনের যান সাধারণ মানুষও ব্যবহার করতে পারবে। তবে আপাতত এটি রয়ে গেছে বিশেষজ্ঞদের হাতে পরীক্ষার পর্যায়ে।

সুতরাং, সমুদ্রের নিচে গাড়ি চালানো এখন আর নিছক কল্পনা নয়—এটি বাস্তবতার দ্বারপ্রান্তে দাঁড়ানো এক প্রযুক্তি বিস্ময়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ