শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

ফেসবুকে পোস্ট না করেও বার্তা বা ছবি সেভ রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্যস্ততার কারণে অনেক সময় ফেসবুকে বার্তা লেখা বা ছবি নির্বাচনের পরেও তা পোস্ট করা হয় না। তখন সেই পোস্টটি ড্রাফট অপশনে জমা রাখে ফেসবুক। ফলে সেগুলো পরে সহজেই খুঁজে বের করে পুনরায় পোস্ট করা সম্ভব।

শুধু তাই নয়, আপনি চাইলে ড্রাফট অপশন থেকে নির্দিষ্ট বার্তা বা ছবি মুছে ফেলতেও পারবেন। তার আগে চলুন দেখে নেওয়া যাক, ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাওয়ার পদ্ধতি।

১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করে ফিডের ওপরে থাকা ‘হোয়াটস অন ইউর মাইন্ড’ ট্যাবে নতুন পোস্টের জন্য বার্তা লিখতে হবে।

২. এরপর ওপরে ‘ক্রিয়েট পোস্ট’ অপশনের পাশে থাকা অ্যারো চিহ্নতে ট্যাপ করে ‘সেভ অ্যাজ ড্রাফট’ নির্বাচন করতে হবে।

৩. তারপর ফোনের নোটিফিকেশন বারে থাকা ‘ইউর ড্রাফট হ্যাজ বিন সেভড’ বার্তা ট্যাপ করুন। এর ফলে পরের পৃষ্ঠায় গত তিন দিনের মধ্য জমা হওয়া সব ড্রাফটের তালিকা দেখা যাবে।

৪. এবার ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট করতে হলে সেটি নির্বাচন করলেই পোস্ট করার ট্যাব দেখা যাবে।

৫. এরপর ট্যাবটিতে ক্লিক করলেই ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট হয়ে যাবে।

৬. সবশেষে ড্রাফট করা বার্তা বা ছবি মুছে ফেলার জন্য তার পাশে থাকা থ্রি ডট মেনুতে ট্যাপ করে ‘ডিসকার্ড ড্রাফট’ নির্বাচন করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ