শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

ফেসবুকে পোস্ট না করেও বার্তা বা ছবি সেভ রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ব্যস্ততার কারণে অনেক সময় ফেসবুকে বার্তা লেখা বা ছবি নির্বাচনের পরেও তা পোস্ট করা হয় না। তখন সেই পোস্টটি ড্রাফট অপশনে জমা রাখে ফেসবুক। ফলে সেগুলো পরে সহজেই খুঁজে বের করে পুনরায় পোস্ট করা সম্ভব।

শুধু তাই নয়, আপনি চাইলে ড্রাফট অপশন থেকে নির্দিষ্ট বার্তা বা ছবি মুছে ফেলতেও পারবেন। তার আগে চলুন দেখে নেওয়া যাক, ফেসবুকে পোস্ট না করা বার্তা বা ছবি খুঁজে পাওয়ার পদ্ধতি।

১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করে ফিডের ওপরে থাকা ‘হোয়াটস অন ইউর মাইন্ড’ ট্যাবে নতুন পোস্টের জন্য বার্তা লিখতে হবে।

২. এরপর ওপরে ‘ক্রিয়েট পোস্ট’ অপশনের পাশে থাকা অ্যারো চিহ্নতে ট্যাপ করে ‘সেভ অ্যাজ ড্রাফট’ নির্বাচন করতে হবে।

৩. তারপর ফোনের নোটিফিকেশন বারে থাকা ‘ইউর ড্রাফট হ্যাজ বিন সেভড’ বার্তা ট্যাপ করুন। এর ফলে পরের পৃষ্ঠায় গত তিন দিনের মধ্য জমা হওয়া সব ড্রাফটের তালিকা দেখা যাবে।

৪. এবার ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট করতে হলে সেটি নির্বাচন করলেই পোস্ট করার ট্যাব দেখা যাবে।

৫. এরপর ট্যাবটিতে ক্লিক করলেই ড্রাফট করা বার্তা বা ছবি পোস্ট হয়ে যাবে।

৬. সবশেষে ড্রাফট করা বার্তা বা ছবি মুছে ফেলার জন্য তার পাশে থাকা থ্রি ডট মেনুতে ট্যাপ করে ‘ডিসকার্ড ড্রাফট’ নির্বাচন করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ