সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

পুরোনো ফোনেও ঝকঝকে ছবি, জেনে নিন কৌশল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

স্মার্টফোন কয়েক বছর ব্যবহার করার পরই একটি সমস্যা বেশি দেখা দেয়। তা হলো ক্যামেরায় আগের মতো ঝকঝকে ছবি আসে না। ঝাপসা হয়ে যায়। তবে এমনটা কিন্তু ক্যামেরা পুরোনো হওয়ার জন্য নয়, আরও অনেক কারণ আছে ছবি ঝাপসা হওয়ার।

আপনার কিছু ভুলেই এমনটা হতে পারে। ছবি তোলার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনার পুরোনো স্মার্টফোনেও ডিএসএলআরের মতো ঝকঝকে ছবি তুলতে পারবেন।

জেনে নিন কয়েকটি কৌশল-

>> ফোনের ক্যামেরার লেন্সটি ভালোভাবে পরিষ্কার করুন। ফোনের লেন্স অনেকদিন পরিষ্কার না করলে তাতে ধুলো জমতে শুরু করে। ফলে ফোনে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। তার মধ্যে একটি হল লেন্সে ধুলো জমে থাকা এবং ফটো ব্লার হওয়া। এমন পরিস্থিতিতে আপনার লেন্স নোংরা কি না তা দেখুন। যদি নোংরা হয় তবে একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।

>> আপনি যদি অন্ধকারে বা কম আলোতে ফটো ক্লিক করেন, তাহলে আপনার ফোনের ফটোগুলো অস্পষ্ট হতে পারে। এমন পরিস্থিতিতে, যখনই আপনি কোনো ফটো ক্লিক করবেন, তখন আলোর কথা মাথায় রাখুন।

>> ফোনের ব্রাইটনেস বাড়িয়ে নিন। এতে আপনার তোলা ছবিটি কেমন আসছে তা খুব ভালোভাবে বুঝতে পারবেন। রাতে হলেও ছবি ঝকঝকে আসবে।

>> ক্যামেরা সেটিংস দেখে নিন। এজন্য প্রথমে ক্যামেরা অ্যাপটি খুলতে হবে এবং পোর্ট্রেট মোড, ল্যান্ডস্কেপ, নাইট মোড বা প্রো মোডের মতো অনেকগুলো মোডগুলো ঠিকঠাক রয়েছে কি না দেখে নিন। তবে রাতে ছবি তোলার সময় নাইট মোড ব্যবহার করতে পারেন।

>>এইচডিআর মোডে ক্লিক করতে হবে। এছাড়াও ফটোতে ক্লিক করার সময় স্ক্রিনে ট্যাপ করে ম্যানুয়ালি এক্সপোজার এবং ফোকাস ঠিক করুন। এতে ছবি ভালো আসবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ