'সরকার ও বিভিন্ন বাহিনীর চাপে প্রহসনের নির্বাচন' যুগান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ খবরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার আদালতে দেওয়া জবানবন্দি তুলে ধরা হয়েছে।

"সরকার ও বিভিন্ন বাহিনীর চাপে ২০১৮ সালে প্রহসনের নির্বাচন দিতে বাধ্য হয়েছি। সেসময় আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, গোয়েন্দা সংস্থা, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা মিলে দিনের ভোট রাতেই করে ফেলেন।"

"যখন দেখলাম কিছু কিছু কেন্দ্রে ৯০ থেকে ১০০ শতাংশ ভোট পড়েছে, তখন আমি বুঝে গেলাম দিনের ভোট রাতেই হয়ে গেছে। তৎকালীন সরকারের সরাসরি হস্তক্ষেপে এসব সংঘটিত হয়েছে," সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরল হুদা মঙ্গলবার আদালতে দেওয়া জবানবন্দিতে এমন কথা বলেন।

রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলায় সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়।

এরপর দুই দফায় আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান কেএম নূরল হুদাকে আদালতে হাজির করেন।

এ সময় 'স্বেচ্ছায়' জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের জন্য আবেদন করা হয়।

এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন।

যুগান্তর

ছবির ক্যাপশান,যুগান্তর

'পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনঃতদন্ত করবে দুদকসমকাল পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, পদ্মা সেতু দুর্নীতি মামলাটি পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এসএনসি লাভালিনকে পরামর্শক হিসেবে কাজ পাইয়ে দিতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে এই মামলা করা হয়েছিল।

গতকাল মঙ্গলবার দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, অনিয়ম - দুর্নীতির যথেষ্ঠ উপাদান ও প্রমাণ থাকা সত্ত্বেও বিগত কমিশন গায়ের জোরে অভিযুক্তদের মামলা থেকে দায়মুক্তি দিয়েছিল। বর্তমান কমিশন পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতুর পরামর্শক নিয়োগ নিয়ে যে বিভ্রান্তি ছিল, সেটিকে কেন্দ্র করেই মামলা হয়েছিল। মামলার উপাদানগুলো সঠিক থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আদালতে এর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে নিষ্পত্তি করা হয়েছিল।

তিনি বলেন, গত বছর ডিসেম্বরে বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর মামলার চূড়ান্ত প্রতিবেদন পরীক্ষা - নিরীক্ষা করে দেখা হয়। এতে কমিশনের মনে হয়েছে, বিগত কমিশন অনেকটা গায়ের জোরে অভিযুক্তদের মামলা থেকে দায়মুক্তি দিয়েছে।

এ বিষয়টি আমলে নিয়ে পনঃতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। মামলাটি পুনঃতদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দুদক উপপরিচালক মো. তানজির হাসিব সরকারকে।

 

'অনড় অবস্থানে সংলাপে জট' আজকের পত্রিকার শিরোনাম।

জুলাই সনদ চলতি মাসেই দেওয়া এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ভাবনা থেকে রাষ্ট্র পরিচালনার মৌলিক পদ্ধতি সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন।

সংস্কার প্রস্তাবের বেশির ভাগ দল মোটামুটি একমত হলেও দুটি বিষয়ে প্রায় অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে সংলাপে বেশ ভালোই জট লেগেছে।

যে দুই বিষয়ে বিএনপির প্রবল আপত্তি, তার একটি হলো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটি গঠন, অন্যটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের গঠন পদ্ধতি ও এর এখতিয়ার।

জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটি গঠনের বিষয়টি সংবিধানে যুক্ত করার প্রস্তাব দিয়েছে। অনেক দল এ প্রস্তাব সমর্থন করেছে।

কিন্তু বিএনপি সংবিধানে এই বিধান যুক্ত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

দলটি মনে করছে, এসব প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে সাংবিধানিক বিধিবিধান যুক্ত করা হলে তা নির্বাহী বিভাগের এখতিয়ার বেশ সীমিত করে দেবে। এতে যে দলই ভোটে জিতে আসুক, তাদের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।

আজকের পত্রিকা
ছবির ক্যাপশান,আজকের পত্রিকা

'ফ্যাসিবাদের পতনে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার' মানবজমিন পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এতে বলা হয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় গুলশানে ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বেলা তিনটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। এরপরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শুরুতে অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সভাপতির বক্তব্যের আগে নিহত ও আহতদের সম্মানে প্রত্যেকটি পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানের উদ্বোধন করে বিএনপি চেয়ারপারসনের আগে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানবজমিন
ছবির ক্যাপশান,মানবজমিন

এ খবরে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিদ সিদ্দিকের বাগানবাড়ি, ফ্ল্যাট ও বিপুল জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের এসব সম্পদ ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে।

দুদকের কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান এখনো চলছে। আরও সম্পদ পাওয়া যাবে বলে ধারণা করছেন তারা। ব্যাংকে তারিক সিদ্দিক ও তার স্ত্রীর টাকা আছে কি না, কত লেনদেন হয়েছে, সেই তথ্য পাওয়া এখনো বাকি।

দুদকের নথি অনুযায়ী, তারিক সিদ্দিকের নামে গাজীপুরে বাগানবাড়ি আছে দুটি। ঢাকার গুলশানে রয়েছে একটি সাততলা বাড়ি। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তিনটি প্লট রয়েছে তার ও তার স্ত্রীর।

বারিধারায় রয়েছে চারটি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের একাংশ। গাজীপুরে আরেকটি সাততলা বাড়ির চার ভাগের এক ভাগের মালিকানা তারেক সিদ্দিকের নামে।

এর বাইরে গাজীপুর ও নারায়ণগঞ্জে তারিক সিদ্দিক ও তার স্ত্রীর নামে প্রায় ৪৮ বিঘা জমি রয়েছে।

বাগানবাড়ি, জমি ও ফ্ল্যাট মিলিয়ে তারিক সিদ্দিকের সম্পদের দলিলমূল্য দেখানো হয়েছে ৩৮ কোটি টাকার বেশি।

যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন, সেখানে যে দামে সম্পদের দলিল দেখানো হয়েছে, বাজারমূল্য তার কয়েক গুণ।

প্রথম আলো
ছবির ক্যাপশান,প্রথম আলো

'স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: ড. ইউনূস' কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "যে লক্ষ্য নিয়ে তরুণ ছাত্র-জনতা, রিকশাচালক, শ্রমিকরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই - অগাস্ট মাসজুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবারও পুনরুজ্জীবিত করব।"

"এই অনুষ্ঠানমালার মাধ্যমে সে লক্ষ্য বাস্তবায়নে আবার নতুন করে শপথ নেব এবং এটা আমরা প্রতিবছর করব, যাতে স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে।"

গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, 'আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে, এই জুলাই মাসে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল।"

"জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক, জনতার এক জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল 'ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া," বলেন প্রধান উপদেষ্টা।

কালের কণ্ঠ
ছবির ক্যাপশান,কালের কণ্ঠ

'আ'লীগ অলিগার্ক তদন্ত টিমের ৮০ ভাগই ফ্যাসিবাদ ঘনিষ্ঠ' নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, পতিত সরকারের আনুকূল্যপ্রাপ্ত অলিগার্ক ব্যবসায়ীদের অর্থপাচার ও অন্যান্য মানিলন্ডারিং সংক্রান্ত বিষয় তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের গঠিত ১১টি টাস্কফোর্সের মধ্যে ৯টিই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য অথবা সুবিধাভোগীর নেতৃত্বে গঠিত হয়েছে।

এর মধ্যে আবার যাদের মানিলন্ডারিং তদন্তের জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে সে প্রতিষ্ঠানের ঘনিষ্ঠজনরাও টাস্কফোর্সে স্থান পেয়েছে।

সরকারের একটি শীর্ষ গোয়েন্দা প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।

বসুন্ধরা গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের তদন্তের জন্য মানিলন্ডারিং শাখার উপপরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, এই টাস্ক ফোর্সের টিম লিডারের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলছে।

২০১৪ সালের ব্যাচের এই কর্মকর্তার বাড়ি ময়মনসিংহে। তিনি বঙ্গবন্ধু ও হাসিনা পরিবারের প্রতি বিশেষভাবে সহানুভূতিশীল ও আস্থাবান বলে এ খবরে উল্লেখ করা হয়েছে।

তার সাথে ২০২২ সালের আওয়ামী লীগের বাছাই করা দলবাজ কর্মকর্তা মো. সাজিদ-উর-রোমান ও মো. মাহমুদুল হাসান ভূইয়াকে সদস্য হিসেবে দেয়া হয়েছে।

'জুলাই ঘোষণাপত্র আদায়ে অনড় এনসিপি' ইত্তেফাক পত্রিকার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে রাজপথে অনড় থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আগামী তেসরা অগাস্ট ঢাকায় ছাত্র - শ্রমিক - জনতা নিয়ে পদযাত্রার মাধ্যমে রাজধানীর রাজপথ দখলের ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার (১ জুলাই) 'জুলাই গণঅভ্যুত্থান' এর বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এসব কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, "আবু সাঈদ বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিল, সেই সাহস আমাদের পথ দেখিয়েছে। আমরা সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা জনগণের মাঝে পৌঁছে দিতে মাঠে নামবো।"

সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে 'জুলাই পদযাত্রা'র আনুষ্ঠানিক সূচনা করে এনসিপি নেতাকর্মীরা।

আন্দোলনের লক্ষ্য সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, "২০২৩ সালের জুলাই আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং গণতান্ত্রিক সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে হয়েছিল। আমরা চাই জনগণের অংশগ্রহণে গণপরিষদ নির্বাচন হোক এবং তার মাধ্যমে রচিত হোক একটি নতুন সংবিধান। যতদিন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না হবে, ততদিন এনসিপি রাজপথে থাকবে।"

তিনি আরও বলেন, "আবু সাঈদের রক্ত ও আত্মত্যাগই আমাদের অনুপ্রেরণা। এই কবরের পবিত্র মাটি আমাদের সাহস জোগায়। এখান থেকেই দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছাবে আমাদের 'জুলাই সনদ'। আমরা মানুষের কণ্ঠে কণ্ঠে পৌঁছে দেব নতুন বাংলাদেশের প্রত্যাশা।"

ইত্তেফাক
ছবির ক্যাপশান,ইত্তেফাক

'Remember July to resist fascism' দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার এ শিরোনামের অর্থ 'ফ্যাসিবাদ প্রতিরোধের জন্য জুলাই মাস মনে রাখতে হবে'।

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ বক্তব্য দিয়েছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গতকাল বলেছেন, "প্রতি বছর জুলাই মাসের অভ্যুত্থান স্মরণ করা উচিত এবং স্বৈরাচার প্রতিরোধের জন্য জনগণের শপথ পুনরায় মনে করা উচিত যাতে ভবিষ্যতে এটি আর কখনও মাথা উঁচু করতে দাঁড়াতে না পারে।"

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাসব্যাপী এক কর্মসূচির উদ্বোধনের সময় প্রধান উপদেষ্টা স্বৈরাচার তৈরি হওয়ার আগেই পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন যাতে জাতিকে ১৬ বছরের অপেক্ষার মতো দীর্ঘ সংগ্রাম সহ্য করতে না হয়।

গত বছরের পহেলা জুলাই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।

দ্য ডেইলি স্টার
ছবির ক্যাপশান,দ্য ডেইলি স্টার

'ICT hears charges against Hasina' অর্থাৎ 'শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ শুনেছে আইসিটি' নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই সহ-অভিযুক্তের বিরুদ্ধে মঙ্গলবার থেকে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।

হাসিনার সঙ্গে অভিযুক্ত আরও দুইজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা জজ মো. মহিতুল হক আনান চৌধুরীর সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনালে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পাঁচটি অভিযোগ উত্থাপন করেন।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩' অনুযায়ী জুলাই অভ্যুত্থানের মামলায় প্রথমবারের মতো হাসিনা, আসাদুজ্জামান এবং মামুনের বিরুদ্ধে বিচার শুরু করার জন্য চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে অভিযোগ গঠনের আবেদন করেন।

কাঠগড়ায় উপস্থিত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক মি. মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক।

চিফ প্রসিকিউটরের বক্তব্য উপস্থাপনের পর, শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে প্রতিনিধিত্বকারী রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালকে তার বক্তব্য উপস্থাপনের প্রস্তুতির জন্য ১৫ দিনের জন্য শুনানি মুলতবি করার অনুরোধ করেন।

ট্রাইব্যুনাল সাতই জুলাই পর্যন্ত সময় মঞ্জুর করে শুনানি মুলতবি করে।

নিউ এজ
ছবির ক্যাপশান,নিউ এজ