বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে যুক্তরাষ্ট্র-ন্যাটোর পরিকল্পনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সামরিক পরিকল্পনাকারীরা ইতোমধ্যে ইউক্রেনের জন্য যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা শুরু করেছে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের এ প্রতিশ্রুতিতে উৎসাহিত হলেও এখনো বহু প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বর্তমানে এমন কিছু পরিকল্পনা করছে, যাতে অস্ত্র সরবরাহের বাইরেও ইউক্রেনকে কিভাবে সহায়তা করা যায়, তা অন্তর্ভুক্ত থাকবে।

তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এটি নির্ধারণ করতে সময় লাগবে যে কোন পদক্ষেপগুলো সামরিকভাবে সম্ভব এবং রাশিয়ার কাছে গ্রহণযোগ্য হতে পারে।

একটি প্রস্তাবের মধ্যে রয়েছে ইউরোপীয় বাহিনীকে ইউক্রেনে পাঠানো, তবে তাদের কমান্ড ও কন্ট্রোলের দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। যদিও এ বাহিনী ন্যাটোর পতাকায় নয়, বরং নিজ নিজ দেশের পতাকার অধীনে কাজ করবে।

হোয়াইট হাউস এক ব্রিফিংয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি সমন্বয় করতে সহায়তা করতে পারে।

তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, কোনো শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ন্যাটো দেশগুলোর সেনা মোতায়েন তারা কোনোভাবেই মেনে নেবে না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ