আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীবের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন জেলার শীর্ষ উলামায়ে কেরাম।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার অফিস কক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুবারকুল্লাহ বলেন, ‘মাওলানা জুনায়েদ আল হাবীব ছাত্রজীবন থেকেই জেল-জুলুম সহ্য করে আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘ সময় ধরে তিনি সরাইল ও আশুগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন; তাই দলমত নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়ার সকল উলামায়ে কেরাম তাঁকে জয়যুক্ত করার জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।’
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর আল্লামা শায়খ সাজিদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘স্বৈরাচারী শাসনের যাতাকল থেকে জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই আমি তাঁকে নির্বাচন করার পরামর্শ দিয়ে আসছি। আজ তিনি নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেছেন। আমরা সকলেই তাঁর পক্ষে কাজ করবো এবং আগামীর জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামের পক্ষ থেকে তাঁকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করবো ইনশাআল্লাহ।’
হেফাজত মহাসচিব আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে সরাইল ও আশুগঞ্জের সর্বস্তরের উলামায়ে কেরামকে নিয়ে একটি বৃহৎ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আগামী দিনের নির্বাচনী কার্যক্রমের পূর্ণাঙ্গ রূপরেখা নির্ধারণ করা হবে। বৈঠকে উপস্থিত উলামায়ে কেরাম এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা আলী আযম কাসেমী, মুফতি মুহসিনুল করিম, মুফতি মারুফ কাসেমী, মাওলানা সিবগাতুল্লাহ নূর, মাওলানা শরিফুদ্দীন আফতাবী, মাওলানা আবু বকর, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা এহসানউল্লাহ, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মাওলানা ইউসুফ ভুঁইয়া, মুফতি জাকারিয়া খান, মাওলানা জুনায়েদ কাসেমী, মাওলানা বেলাল হোছাইন, মাওলানা নুরুল ইসলাম লালবাদশাহ, মাওলানা ইফতেখার জামিল প্রমূখ।
আরএইচ/