শোকজ নোটিশের পর মুফতি মনির হোসাইন কাসেমীর জবাব গ্রহণ করে ভবিষ্যতে তার কার্যক্রম পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দলটির প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে তার আপত্তিকর কিছু বক্তব্যের জন্য শোকজ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নির্ধারিত সময়সীমার মধ্যেই দলের সভাপতি বরাবর উক্ত শোকজের জবাব দাখিল করেন তিনি । উক্ত জবাবে ভবিষ্যতে দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ হবে না মর্মে তিনি অঙ্গিকার করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে এই জবাবের ওপর পর্যলোচনা হয় এবং তা গ্রহণ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে তার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
আরএইচ/