বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


নেত্রকোনায় আমীরে মজলিসের গণ-সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনা প্রতিনিধি: 

নেত্রকোনা জেলার মদন, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আমীরে মজলিসের শুভাগমন উপলক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ গুলোতে আমীরে মজলিস প্রধান মেহমান হিসেবে যোগদান করেন। আমীরে মজলিসের বক্তব্যের আগের আলোচকেরা ও নেত্রকোনা সদর থেকে আগত মেহমানগণ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। 

আমীরে মজলিসের তার বক্তব্যে দেশ ও জাতি নিয়ে বিগত স্বৈরাচারী সরকারের আমলের ফ্যাসিবাদী কার্যক্রম তুলে ধরে বলেন, বিগত পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে বিডিআর হত্যা, ২০১৩ সালে শাপলা চত্বরে নিরীহ তাওহীদী জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড, ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে তাওহীদী জনতার উপর হামলা ও হত্যাকাণ্ড, ও অবশেষে ২০২৪ সালে মাদরাসা, স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড, এগুলো সব ফ্যাসিবাদী আমলের জঘন্যতম কাজ। 

আমর সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সহ আরো বহু বাংলাদেশ দেখেছি। এবার ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ইসলামের বাংলাদেশ গড়ে তুলতে তিনি রিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আমীরে মজলিস আরো বলেন, রিকশা প্রতীকের ভোট দিয়ে জয়যুক্ত করলে ইন-শাআল্লাহ ‘কুরআনের বাংলাদেশ’ উপহার দিবেন বলে তাওহীদী জনতা ও জনগণের সাথে ওয়াদা করেন। অবশেষে আমিরে মজলিসের মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ