বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


ইসলামী ঐক্যজোটের প্রভাবশালী নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ঐক্যজোটের প্রভাবশালী নেতা মাওলানা ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির এবং পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাতে দলীয় সদস্য ফরম পূরণ করে তিনি যোগ দেন।

মাওলানা ফজলুর রহমান গাজীপুরের বিশিষ্ট আলেমে দ্বীন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও হজ ব্যবস্থাপনার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তার নিজস্ব ট্রাভেলস এজেন্সি আছে। তিনি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবেরও নেতা।

তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খেলাফতে ইসলামীর কেন্দ্রীয় মহাসচিব ছিলেন।

মাওলানা ফজলুর রহমান দীর্ঘদিন ধরে মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট এবং খেলাফতে ইসলামীর প্রভাবশালী নেতা। তবে সম্প্রতি ইসলামী ঐক্যজোটে আভ্যন্তরীণ বিরোধ দেখা দেওয়ায় তিনি শেষ পর্যন্ত দল পরিবর্তন করলেন। ইসলামী আন্দোলনে তাকে এখনো কোনো পদ দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, এখানেও তিনি গুরুত্বপূর্ণ পদ পাবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ