মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : বুলবুল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর অর্জনের মাঝে বিস্তর ফারাক রয়েছে: জমিয়ত মহাসচিব দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ধর্ম উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেল হামাস ‘ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রা টেকসই করতে শরিয়াহ অডিটর তৈরি করা জরুরি’ ভারতের ছয়টি বিমান ভূপাতিত করার ভিডিও আছে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ‘আলেমদের মধ্যে মূল উৎস থেকে গবেষণার আগ্রহ কম’ আ. লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী ঢাকা-৮ আসন নিয়ে পরিকল্পনা জানালেন রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা ফয়সাল

ঢাকা-৮ আসন নিয়ে পরিকল্পনা জানালেন রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা ফয়সাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ ফয়সাল আহমাদ ঢাকা-৮ আসনে (মতিঝিল, পল্টন, শাহবাগ, রমনা) প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের আমির মাওলানা মামুনুল হক তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।  

মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমাদ দেশের প্রবীণ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও কওমি মাদরাসা বোর্ড বেফাকের সন্মানিত উপদেষ্টা, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মোহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আবুল কালামের বড় ছেলে।

তরুণ এই আলেম সমাজ সেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি অরাজনৈতিক সংগঠক ও অনেক সেবামূলক সংগঠনের সাথে জড়িত। 

তিনি ১৯৮৪ সালে হজরত হাফেজ্জী হুজুর রহমতুল্লাহি আলাইহির হাতে মাদরাসায়ে নুরিয়ার মক্তবে ভর্তি হন এবং ১৯৯৬ সালে দাওরায়ে হাদিস পাস করেন। পরবর্তী সময়ে তিনি আলিয়া মাদরাসা থেকে দাখিল আলিম ফাজিল কামিল পাস করেন। 

তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি কয়েকটি মাদরাসায় শিক্ষকতার সাথে জড়িত। এছাড়া তিনি মোহাম্মদী গ্রুপের মোহাম্মদী হোমসের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।  

ঢাকা-৮ আসনকে নিয়ে তিনি কিছু পরিকল্পনা সাজিয়েছেন। তিনি জানিয়েছেন, এসব পরিকল্পনা নিয়ে তিনি নির্বাচনী এলাকার মানুষের ঘরে ঘরে যাবেন। তাদের কাছে দাওয়াত পৌঁছে দেবেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে- 

জলাবদ্ধতা দূরীকরণ: বর্ষাকালে পানিবন্দি জীবন থেকে মুক্তি পেতে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও সঠিক রক্ষণাবেক্ষণ করা হবে। 

যানজট নিরসন: সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। বিকল্প সড়ক ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা হবে।

নাগরিক অধিকার ফিরিয়ে আনা হবে: নিরাপদ পানি, বিদ্যুৎ ও গ্যাসের নিশ্চয়তা শতভাগ করার চেষ্টা করা হবে। স্বাস্থ্যসেবা ও শিক্ষার সমান সুযোগ সকল নাগরিককে দেওয়া হবে।

মৌলিক চাহিদা পূরণ: কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিশ্চিত করা হবে। 

এছাড়া সন্ত্রাসী ছিনতাই চাঁদাবাজি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনকে নির্দলীয় নিরপেক্ষ ও হয়রানিমুক্ত করে সেবকের ভূমিকা পালন করার যাবতীয় পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ সহযোগিতা করা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজায়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ