মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : বুলবুল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর অর্জনের মাঝে বিস্তর ফারাক রয়েছে: জমিয়ত মহাসচিব দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ধর্ম উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেল হামাস ‘ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রা টেকসই করতে শরিয়াহ অডিটর তৈরি করা জরুরি’ ভারতের ছয়টি বিমান ভূপাতিত করার ভিডিও আছে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ‘আলেমদের মধ্যে মূল উৎস থেকে গবেষণার আগ্রহ কম’ আ. লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী ঢাকা-৮ আসন নিয়ে পরিকল্পনা জানালেন রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা ফয়সাল

আন্দোলনে ছাত্ররা জামায়াতের অভিনয় করেছে : ফজলুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সিরাজউদ্দৌলা সিনেমায় যেমন আনোয়ার হোসেন সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করছে, তেমনি ছাত্ররা জামায়াতের অভিনয় করছে, জামায়াত তো হইলো এখানে মূলত ভ্যানগার্ড। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান দায়িত্বে আছেন, আমি জানি না উনি তাদেরকে (ছাত্রনেতা) কী বলেন; আমি দায়িত্বে থাকলে এই বাচ্চা ছেলেদের সঙ্গে বসতাম না। আমি এটা পরিষ্কার বলতেছি, আমাকে ধরে নিয়ে মেরে ফেলুক। তারা এদেশের কেউ না; দে আর নো বডি।

তিনি আরো বলেন, যারা সংবিধানটা বদল করতেছে, এদের অনেক লোকের প্রতি আমার ব্যক্তিগত রেসপেক্ট আছে। দল হিসেবে তারা তো কেউ না। নির্বাচনে এলে কেউ তো জামানত বাঁচাতে পারবে না প্রতীক না পেলে। কিন্তু আমি যে ফজলুর রহমান কথা বলতেছি, আমি শুধু আমার বাম হাতকে দাঁড় করলেও আমাকে হারানো কঠিন হবে।

এটা আব্দুল হামিদ এবং শেখ হাসিনা চেষ্টা করে দেখছে ফজলুরে ফেল করাইতে কত কষ্ট হয়। আমি নির্বাচনের লোভে-লাভে কোনো কথা বলতে চাই না। 

বিএনপির এই নেতা বলেন, সংস্কার কমিশনের আলী রীয়াজ একজন বিদেশি নাগরিক। হতে পারে সে বাঙালি, কিন্তু উনি ৪০ বছর ধরে মার্কিন নাগরিক। তিনি মার্কিন নাগরিকত্ব ছাড়ুক তাহলে আমি তার কথা মানবো।  

গণঅভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, এদের দিয়ে নেতৃত্ব দেওয়ানো হয়েছে। সিরাজউদ্দৌলা সিনেমায় অভিনয় করেছে আনোয়ার হোসেন। মানুষ মনে করছে এই লোকটাই সিরাজউদ্দৌলা। কিন্তু আনোয়ার হোসেন কি সিরাজউদ্দৌলা? এই ছেলেপেলেরা জামায়াতের অভিনয় করছে, জামায়াত তো হইলো এখানে মূলত ভ্যানগার্ড।

এইটা আমি বলি না, তারাই বলতেছে। শিবির বলতেছে তারা ছিল ভ্যানগার্ড, আর ছাত্ররা এখানে অভিনয় করছে। ওই যে মেটিকুলাস প্ল্যানিংটা বাস্তবায়ন করতে এদেরকে সৃষ্টি করা হয়, এরা হলো নাটকের অভিনেতা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ