মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : বুলবুল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর অর্জনের মাঝে বিস্তর ফারাক রয়েছে: জমিয়ত মহাসচিব দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ধর্ম উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেল হামাস ‘ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রা টেকসই করতে শরিয়াহ অডিটর তৈরি করা জরুরি’ ভারতের ছয়টি বিমান ভূপাতিত করার ভিডিও আছে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ‘আলেমদের মধ্যে মূল উৎস থেকে গবেষণার আগ্রহ কম’ আ. লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী ঢাকা-৮ আসন নিয়ে পরিকল্পনা জানালেন রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা ফয়সাল

দেশে ক্রান্তিকাল চলছে, আসুন আমরা সংলাপে বসি : ড. তাহের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বিএনপিসহ সব রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, “জাতি আজ এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। আসুন আমরা সবাই সংলাপে বসি।” একইসঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকেও সকল দলকে আলোচনায় আমন্ত্রণ জানানোর আহ্বান জানান।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত “জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়” শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. তাহের বলেন, “যারা সুষ্ঠু নির্বাচন চায় না, তারাই নির্বাচনের বিরোধিতা করছে। তারা যেনতেনভাবে একটি নির্বাচন দিয়ে পুরোনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাইছে। অনেকে মনে করছেন আমরা বিভক্ত হয়ে গেছি। আসলে তা নয়, জুলাইয়ের চেতনা আমাদের মাঝে অটুট আছে।”

তিনি আরও বলেন, “যারা পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন চায় না, তারা জানে সুষ্ঠু ভোট হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা এই পদ্ধতির বিরোধিতা করছে।”

নির্বাচনের পর জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, “কেউ যদি নির্বাচনের পরে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে আশ্বাস দেয়, তার গ্যারান্টি কী? নির্বাচনে জেতার নিশ্চয়তা তো শুধু ফ্যাসিস্ট হাসিনাই দিত। তাদের কথার ভেতর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়।”

ড. তাহের বলেন, “ঐকমত্য কমিশনে আমরা চড়ুইভাতি খেলতে যাইনি। সেখানে অনেক ছাড় দিয়েছি। এখন নির্বাচনের আগেই ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাবনা ও সিদ্ধান্তসমূহের আইনি ভিত্তি দিতে হবে। নয়তো জনগণ নির্বাচন মেনে নেবে না।”

তিনি দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতির নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পিআর, সংস্কার এবং জুলাই সনদের আইনগত বিষয়ে গণভোট দিন। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

ড. তাহের আরও হুঁশিয়ারি দেন, “আমরা শান্তি চাই। তবে জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন আয়োজনের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে দাবি পূরণে বাধ্য করা হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ