মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : বুলবুল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর অর্জনের মাঝে বিস্তর ফারাক রয়েছে: জমিয়ত মহাসচিব দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ধর্ম উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেল হামাস ‘ইসলামী ব্যাংকিংয়ের অগ্রযাত্রা টেকসই করতে শরিয়াহ অডিটর তৈরি করা জরুরি’ ভারতের ছয়টি বিমান ভূপাতিত করার ভিডিও আছে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ‘আলেমদের মধ্যে মূল উৎস থেকে গবেষণার আগ্রহ কম’ আ. লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী ঢাকা-৮ আসন নিয়ে পরিকল্পনা জানালেন রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা ফয়সাল

তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিএনপির অঙ্গীকার : আবুল হোসেন আজাদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জাতির সামনে কোনো বিকল্প নেই। আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষিত বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড়েঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজাদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে ভোটাধিকারসহ মৌলিক অধিকার ফিরে পেয়েছিল। এখন সেই পরিবেশ তৈরি হয়েছে, স্বৈরতন্ত্রের পতন হয়েছে। তবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে অধিকারও প্রতিষ্ঠা হবে না। এজন্য একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন অপরিহার্য।

তিনি অভিযোগ করেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। অতীতের ১৫ বছরের ইতিহাস ছিল গুম, খুন ও লুটপাটের, যেখানে ভোটাধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। তবে জুলাই-আগস্টের গণআন্দোলনে তরুণ প্রজন্মের নেতৃত্বে জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে প্রধান কাজ হবে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। এ লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতা–কর্মীদের ওপর দমন-নিপীড়ন চালানো হলেও দলটি টিকে থেকেছে এবং গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছে। “চব্বিশের গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ বলেন, বিএনপি জনগণের দল। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। কোনো নেতিবাচক কর্মকাণ্ড নয়, ইতিবাচক কাজের মাধ্যমেই মানুষের মন জয় করতে হবে—যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্দেশ দিয়েছেন।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। তারা সবাই আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ