মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ৩৫ নং উত্তর ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী প্রতিবন্ধী মো. জুবায়ের খানের পড়ালেখার খরচ বহন করবেন আমেরিকা প্রবাসী আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর কবির এবং ফরিদপুর -৪ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের ৩৫ নং উত্তর ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মো. জুবায়ের খানের হাতে আমেরিকার প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবিরের পক্ষে একটি হুইল চেয়ার এবং নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন শহিদুল ইসলাম খান বাবুল।
এসময় তিনি বলেন, জুবায়েরের লেখাপড়ার সমস্ত খরচ বহন করবেন আমেরিকা প্রবাসী আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর কবির এবং আমার দল বিএনপি তথা আমি নিজে এই প্রতিবন্ধী জুবায়ের এর লেখাপড়ার খরচ বহন করবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সাংবাদিক ফরহাদ নান্নুর একটি প্রতিবেদন থেকে জুবায়েরের এই প্রতিবেদনটি দেখতে পান আমাদের ভাঙ্গা উপজেলা ছাত্রদেরল যুগ্ন আহবায়ক ইমরান মুন্সি। জুবায়েরের এই প্রতিবেদনটি ইমরান মুন্সী সাথে সাথেই আমেরিকা প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবির কে অবহিত করলে তাৎক্ষণিক আলমগীর কবির আমাদের ছাত্রনেতা ইমরান মুন্সীকে নির্দেশ দেন ওই প্রতিবন্ধীর খোঁজখবর নিতে। এরপর আজ (৭ আগস্ট ) ইমরান মুন্সির তত্ত্বাবধানে শহিদুল ইসলাম খান বাবুল উক্ত বিদ্যালয়ের অসহায় প্রতিবন্ধী জুবায়েরকে একটি হুইল চেয়ার উপহার দেন ও চেয়ারে বসিয়ে দেন এবং নগদ ৫ হাজার টাকা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা রহিমা বেগমের হাতে তুলে দেন।
এ বিষয়ে শিক্ষার্থী জুবায়ের বলেন, জন্ম থেকে আমি প্রতিবন্ধী, আমার স্কুলে আসতে অনেক কষ্ট হয়, তারপরেও আমি প্রতিদিন স্কুলে আসি। আমি হুইল চেয়ার পেয়ে অনেক খুশি, লেখাপড়া করে আমি অনেক বড় হতে চাই। আলমগীর কবির, ইমরান মুন্সী, বাবুল আঙ্কেল সহ সাংবাদিক কাকু ও স্কুলের ম্যাডামদের সকলকে আমি ধন্যবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা ইমরান মুন্সী, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী জুবায়েরের বাবা-মা, স্কুলের শিক্ষিকারা, অভিভাবকবৃন্দ, আজিমনগর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রমুখ।
এমএম/