সোমবার, ১৪ জুলাই ২০২৫ ।। ৩০ আষাঢ় ১৪৩২ ।। ১৯ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
নতুন বাংলাদেশ গঠনে ৭ দফা বাস্তবায়নের আহ্বান জামায়াত নেতা বুলবুলের ‘বিএনপি নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সন্ত্রাস ও চাঁদাবাজকে আরও উস্কে দেবে’  ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক ‘জুলাইয়ে উলামায়ে কেরাম বুকের তাজা রক্ত দিয়ে হকের পথে ছিলেন’ রাষ্ট্রের টাকায় পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে উপদেষ্টা শারমীন মুরশিদ: হেফাজত ৭ লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, যা বললেন এনসিপি নেতা ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল  গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর ‘মহা বিপর্যয়’, ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি ইসলামি দলগুলোর ঐক্যচেষ্টায় পিআর কি বাধা হয়ে দাঁড়াবে? রাতে চরমোনাই যাচ্ছে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

আলেম-ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি শক্তিগুলো একত্রিত হচ্ছে, আগামী তারা দেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আলেম-ওলামাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা ভুলে যেতে বলেছেন তিনি। 

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালীতে ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী শাখা এই সম্মেলনের আয়োজন করে। 

পীর সাহেব চরমোনাই বলেন, এদেশে যারা ৫৩ বছর ধরে দেশ শাসন করেছে তাদের পরিচয় আমরা কী পেলাম। তাদের কাছ থেকে পেয়েছি ৫৩ বছর ধরে হাজার হাজার মা-বাবা ছেলে হারানো, স্ত্রী-স্বামী, ছেলে-মেয়ে, পিতা হারানোর আর্তনাদ। আর পেয়েছি এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করার ইতিহাস। তারা নাকি নতুন করে আবার ক্ষমতায় এসে আমাদের আরও ভালো ভালো কিছু দেখাবে। মনে মনে বলি, সামনে সেই ভালো দেখার ইচ্ছে এ দেশের জনগণসহ আমাদের আর ধৈর্য নেই।

ইসলামী আন্দোলনের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ ইসলামি শক্তির। আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। আলেম-ওলামাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা ভুলে যান।

বাঁশখালী চাম্বল মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আব্দুল জলিলের সভাপতিত্বে ওলামা সম্মেলনে আরও বক্তব্য দেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা আল্লামা ওবাইদুল্লাহ হামজা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার, ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, পুকুরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ নুর আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা এজাজ, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল, সাধারণ সম্পাদক মো. আরিফ উল্লাহ, চাম্বল মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল, জলদী মাদরাসার নির্বাহী পরিচালক হাফেজ আবদুর রহমান। 

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মোজাহিদ ছগীর আহমদ চৌধুরী, মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মুফতি নুরুল আমিন, মাওলানা এসএম ফয়জুল্লাহ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ