ইনজামামুল হক
গত বুধবার রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে।
ভয়াবহ সেই হত্যাকাণ্ডে ফুঁসে উঠে পুরো বাংলাদেশ। সব জায়গা থেকে এই হত্যার বিচারের দাবি ওঠে।
তবে এই নির্মম হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচারের চেষ্টা চালাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তারা সোহাগকে হিন্দু ব্যবসায়ী বলে প্রচার করেছে। এছাড়া সংবাদে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভের একটি পুরোনো ছবি ব্যবহার করে সংবাদমাধ্যমটি এই ঘটনাটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে।
গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর ফেলে লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করে পুলিশ।
নির্মম এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া যুবদলও তাদের কয়েকজন সদস্যকে আজীবনের জন্য বহিষ্কার করেছে।
এমএইচ/