রবিবার, ৩১ আগস্ট ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৭


মাদ্রাসা নিয়ে উপদেষ্টা শারমিন মুর্শিদের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: মাওলানা ইউনুস আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস. মুর্শিদের মাদ্রাসা নিয়ে সাম্প্রতিক মন্তব্যকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ বলে আখ্যায়িত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

মাওলানা ইউনুস বলেন, “শারমিন এস. মুর্শিদ একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় আছেন। দেশের নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা তার দায়িত্বের মধ্যে পড়ে। মাদ্রাসায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তিনি দায়িত্ব পালনের পরিবর্তে অভিযোগ করে যাচ্ছেন, যা দুঃখজনক।”

তিনি আরও বলেন, “বাস্তবতা হলো, মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনার সংখ্যা খুবই নগণ্য এবং বিচ্ছিন্ন। এর ভিত্তিতে সমগ্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা এক ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপচেষ্টা। এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সামাজিক বিদ্বেষ উসকে দিতে পারে।”

ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, “মাদ্রাসাগুলো জনসম্পৃক্ত প্রতিষ্ঠান। প্রতিদিনই এসব স্থানে স্থানীয় মানুষ নামাজ আদায়সহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। ফলে কোনো অনিয়ম হলে তা গোপন থাকার সুযোগ নেই। উপদেষ্টা শারমিন মুর্শিদের বক্তব্য মাদ্রাসা সম্পর্কে তার অসচেতনতা ও ভুল ধারণার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “মাদ্রাসাগুলো চোখের সামনে পরিচালিত হয়— তাই এমন অভিযোগ ভিত্তিহীন। বরং প্রতিটি মাদ্রাসাই উন্মুক্ত এবং সেখানে সকলের প্রবেশাধিকার রয়েছে।”

মাওলানা ইউনুস আহমদ বলেন, “আমরা আশা করবো, সরকারের উপদেষ্টারা জাতির প্রতিটি নাগরিকের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখবেন। তথ্য যাচাই না করে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা উচিত নয়। অতীতের ফ্যাসিবাদী ধারা যেভাবে মাদ্রাসাকে হেয় করেছে, বর্তমান সরকারের কোনো উপদেষ্টা যেন সেই পথে হাঁটেন না।”

তিনি উপদেষ্টা শারমিন মুর্শিদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, “তার এ মন্তব্যের জন্য জাতির কাছে এবং মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ