জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। আজ শুক্রবার (৯ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দলটির যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা এলো।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতার অনেকে প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন। এটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জুলাই অভ্যুত্থানের একজন নেতা এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তার নেতৃত্বেই এলো আপ বাংলাদেশ।
প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশে আয়োজিত অনুষ্ঠানে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক করে আপ বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জুলাই আন্দোলনে নিহত হওয়ার ওসমানের পিতা আব্দুর রহমান।
আরেফিন মো. হিজবুল্লাহকে সদস্য সচিব, রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে আপ বাংলাদেশের মুখপাত্র করা হয়েছে।
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল গঠনের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব পদে আখতার হোসেনের পাশাপাশি আলী আহসান জুনায়েদের নাম বেশ আলোচনায় ছিল। তবে শেষ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি (জানাক) থেকে সরে দাঁড়ান তিনি ও রাফে সালমান রিফাত এবং নয়া দলে না থাকার কথা জানান।
আলী আহসান জুনায়েদ জানাকের যুগ্ম আহ্বায়ক এবং রাফে সালমান রিফাত যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন। রাফে সালমান রিফাত-ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি।
এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে চলা কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শহীদ মিনার থেকে তাতে যোগ দেয়ার কথা জানিয়েছে আপ বাংলাদেশের নেতারা।
প্রসঙ্গত, জানাক থেকে পদত্যাগের পর গত ১৬ মার্চ আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত জানিয়েছিলেন, এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম আসবে। এপ্রিলের ১০ তারিখ তাদের নয়া প্ল্যাটফর্মটির নামও প্রকাশ্যে আসে। আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো।
এমএম/