শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬


নারী কমিশনের প্রস্তাবনা, অসভ্যতা প্রসারের নীল নকশা: নেজামে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ‘ইসলামবিরোধী ও অসভ্যতা প্রসারের নীলনকশা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরোয়ার কামাল আজিজী এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, “নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালায় যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাবের মাধ্যমে মূলত অবৈধ যৌনাচারকে বৈধতা দানের দাবি করা হয়েছে। যা একটি শালীন ও সভ্য সমাজে কোনভাবেই কাম্য ও গ্রহণযোগ্য হতে পারে না। আর বিবাহবহির্ভূত সর্বপ্রকার যৌনাচারই ইসলামী শরীয়ত কর্তৃক কঠোরভাবে নিষিদ্ধ। এমতাবস্থায় যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব কুরআন-হাদীসের সুস্পষ্ট লংঘন ও চরম অসভ্যতা।”

বিবৃতিতে আরও বলা হয়, নারী-পুরুষের সমান অধিকারের দাবি এবং ইসলামের উত্তরাধিকার আইনকে বৈষম্যমূলক বলা আল্লাহর সৃষ্টিগত নিয়ম ও কুরআন-সুন্নাহর বিধানকে চ্যালেঞ্জ করার সামিল। নেতৃদ্বয় বলেন, “ইসলাম নারী ও পুরুষ উভয়ের মর্যাদা ও অধিকার সংরক্ষণ করেছে। ইসলামি উত্তরাধিকার আইন সমাজে ভারসাম্য ও ন্যায়ের নিশ্চয়তা দেয়।”

নেজামে ইসলাম পার্টি মনে করে, রাষ্ট্রীয়ভাবে অবৈধ যৌনাচারকে স্বীকৃতি, নারী-পুরুষ সমতা ও ইসলামি উত্তরাধিকার আইনের পরিবর্তনের প্রস্তাব দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের বিরুদ্ধে। দলটির নেতারা হুঁশিয়ার করে বলেন, “এই ধরনের প্রস্তাবনা কেবল ইসলাম নয়, বরং দেশের আবহমানকালীন শালীনতা ও নৈতিকতাকে ধ্বংস করার ষড়যন্ত্র।”

তারা অবিলম্বে এসব ‘ইসলাম ও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনার পরিপন্থী’ প্রস্তাব বাতিলের দাবি জানান। অন্যথায় দেশের তৌহিদী জনতা তা শক্তভাবে প্রতিহত করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ