মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

পালিয়ে যাওয়া হাসিনা, দেশের মাটিতে ফিরতে পারবেন না : খায়ের ভুঁইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, হাসিনা ও তার দোসররা এ দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। অনেকে এখন স্বপ্ন দেখেন শেখ হাসিনা আবার ফিরে আসবে। যে দেশের নেত্রী তার লাখ লাখ নেতাকর্মী রেখে পালিয়ে যায়, তাকে বিশ্বাসঘাতক-মোনাফেক বলে। হাসিনা আওয়ামী লীগের কবর রচিত করেছেন। তিনি নিজেই আওয়ামী লীগ ত্যাগ করেছে। হাসিনা পালিয়ে গেছেন, তিনি আর দেশের মাটিতে আসতে পারবেন না। হাসিনা ও তার দোসরদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মীর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়ের ভুঁইয়া আরও বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন জানিয়েছি। এখনো তাদের সমর্থন করছি। তবে সমর্থনের একটি সীমা আছে। সংস্কার চলমান প্রক্রিয়া, এই সংস্কার দীর্ঘদিন চলতে পারে না। অবিলম্বে নির্বাচন কমিশন, বিচার বিভাগীয় স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনিক কমিশন গঠন করে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে আপনারা তত্ত্বাবধায়ক সরকার বিদায় হন। আমরা চাই না আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে। আমাদের আন্দোলনের ফসল হচ্ছে এ তত্ত্বাবধায়ক সরকার। যদি সরিষার ভেতর ভূত ঢুকে। তাহলে এ দেশের জনগণ-বিএনপি জানে কিভাবে সরিষার ভেতর থেকে ভূত তাড়াতে হয়।

উত্তর হামছাদী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মোমেন মোতালেব ও সদস্য সচিব দ্বীন মোহাম্মদ সবুজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ