মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

দরাদাম ছাড়াই ক্রয়, মাস শেষে মূল্য প্রদানের ইসলামী বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি অকিল উদ্দিন যশোরী

স্বাভাবিক ভাবেই আমরা আমাদের প্রয়োজন পূরণের জন্য ইনকাম করি । আর টাকা থাকলে তা দিয়ে প্রয়োজনীয় বস্তু ক্রয় করি । আবার অনেক সময় বস্তুর প্রয়োজনে দোকান থেকে পণ্য ক্রয় করে, পরবর্তীতে টাকা পরিশোধ করি । কখনও কিস্তির মাধ্যমে অল্প অল্প করে মূল্য পরিশোধ করি।

এর মধ্যে অনেকেই দোকান থেকে কোন প্রকার দরাদাম করা ছাড়াই ক্রয় করে নিয়ে যান, কেউবা বাকি নেয়ার জন্য লজ্জাই দামও জিজ্ঞাসা করতে পারেন না । আবার কেউ দাম জানারও প্রয়োজন মনে করেন না । এ সুযোগে কোন দোকানদার পণ্যের প্রচলিত দাম থেকেও ইচ্ছামত বেশি লিখে রাখেন । যা পরবর্তীতে ক্রেতার উপর অত্যন্ত জুলুমও হয়ে যায় । এজন্য অনেকেই জানতে চান ।

দরাদাম ছাড়া ক্রয় বিক্রয় ও ইসলামী নির্দেশনা কি?

প্রশ্ন- আমার কিছু কাস্টমার দোকান থেকে পণ্য ক্রয় করে নিয়ে যাওয়ার সময় বলে খাতায় লিখে রাখুন । প্রায় সব জিনিসের মূল্য উঠানামা করে, অথচ কাস্টমার মূল্য জিজ্ঞাসাও করে না। এখন প্রশ্ন হল, কাস্টমার মূল্য জিজ্ঞাসা না করলে এবং বিক্রেতাও তার মূল্য না বললে 

ক্রয় বিক্রয় সহীহ হবে কি?

উত্তর- পূর্বেই পণ্যের বাজার মূল্য জানা থাকাই দোকানদার থেকে নতুন করে পণ্যের মূল্য জিজ্ঞাসা না করেই প্রয়োজনীয় পণ্য ক্রয় করা এবং মাস শেষে পরবর্তী মাসের শুরুতে পণ্যের হিসেব করে এক মাসের মূল্য প্রদান করাকে শরীয়তের পরিভাষায় 'বাইউল ইসতিজরার' বলে । উত্তম বিবেচনায় এ জাতীয় ক্রয় বিক্রয়কে বৈধ সাব্যস্ত করা হয়েছে । আর ক্রয়ের সময় পুর্বের বাজার মূল্য থেকে মূল্য উঠানামা করলে এবং বর্তমান মুল্য বেশি হলে ক্রয়ের পুর্বে মূল্য বর্ণণা করা জরুরী । কেননা মূল্য অজানা হলে ক্রেতা বিক্রেতার মাঝে ঝগড়ার সম্ভাবনায় ক্রয় বিক্রয় ফাসেদ হয়ে যায়।

একারণে মুল্যে ব্যবধান হলে বর্ণনা করে লিপিবদ্ধ করতে হবে । অন্যথায় ক্রয় বিক্রয় সহীহ হবে না।

 مَا يَسْتَجِرُّهُ الْإِنْسَانُ مِنْ الْبَيَّاعِ إذَا حَاسَبَهُ عَلَى أَثْمَانِهَا بَعْدَ اسْتِهْلَاكِهَا جَازَ اسْتِحْسَانًا.

الدر المختار ٧/ ٢٨ كتاب البيوع، مطلب في بيع الاستجرار، دار المعرفة بيروت. الطبعة الثالثة ١٤٣٢ ھ - ٢٠١١ م

আদ্দুররুল মুখতার ৭/২৮

(وَمِنْهَا) أَنْ يَكُونَ الْبَدَلُ مَنْطُوقًا بِهِ فِي أَحَدِ نَوْعَيْ الْمُبَادَلَةِ، وَهِيَ الْمُبَادَلَةُ الْقَوْلِيَّةُ فَإِنْ كَانَ مَسْكُوتًا عَنْهُ فَالْبَيْعُ فَاسِدٌ.

بدائع الصنائع ٤/ ٣٩٩ كتاب البيوع، عقد السلم، مكتبة زكريا ديوبند . الطبعة الأولى: ١٤١٩ ھ - ١٩٩٨ م

বাদায়েউস সানায়ে ৪/৩৯৯

উপসংহার - ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা বিক্রেতার মাঝে মৃল্য নির্ধারণ করা জরুরী । আর পণ্যের নির্ধারিত মূল্য থাকলে ক্রয় বিক্রয়ে খাতায় লিপিবদ্ধ করে মাস শেষে হিসেব করে মূল্য প্রদান করা বৈধ হবে ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ