শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭


বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: জুনায়েদ আল হাবীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।

প্রধান অতিথি মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সময়। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তবে কোনো অবস্থাতেই যেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত না হয়—এ বিষয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মাওলানা জুনায়েদ আল হাবীব আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ভোটাধিকার রক্ষার সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বলেন, দুর্গাপুরবাসীসহ সরাইল–আশুগঞ্জ এলাকার জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উপহার দেবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ারর বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তাঁর দেখানো পথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ। এসময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সভাপতি জাকির হোসেন জাকির, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মুন্সী, আরাফাত বাবু, আলমগীর খাঁসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ