শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শিক্ষার মাঠে বৈষম্যের দেয়াল,এক পেশার দুই প্রান্তের গল্প “খতমে নবুওয়তের দাবিতে একত্রিত উম্মাহ: আহমদীয়া ইস্যুতে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি” কাদিয়ানি ইস্যুতে রাজনৈতিক মহলের স্পষ্ট অবস্থান চান পীর সাহেব মধুপুরী উম্মাহর ঐক্যই খতমে নবুয়তের শক্তি: মাওলানা ফজলুর রহমান আহমদীয়াদের  অমুসলিম ঘোষণা সময়ের দাবি: মহিবুল্লাহ বাবুনগরী মৌলিক দাবি উপেক্ষিত হলে সংবিধান মানবে না মুসলমানেরা: এনায়েতুল্লাহ আব্বাসী  কাদিয়ানীরা ইসলামের গণ্ডির বাহিরে: সাইয়েদ কাফিল বুখারী ধর্মীয় কার্যক্রম ও প্রতীক ব্যবহারে অমুসলিমদের কোনো অধিকার নেই রাসূলুল্লাহ সা.কে আখেরি নবী হিসেবে বিশ্বাসই মুসলিমের পরিচয়: সালাহউদ্দিন আহমেদ “জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করা হবে”

আহমদীয়াদের  অমুসলিম ঘোষণা সময়ের দাবি: মহিবুল্লাহ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, পৃথিবীর বহু মুসলিম রাষ্ট্র—যেমন পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং আরও অনেক দেশ—কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। মুসলমানদের আকিদা রক্ষার্থে বাংলাদেশেও একই সিদ্ধান্ত নেওয়া জরুরি।

আজ শনিবার ১৫ নবেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলন তিনি এসব কথা বলেন।

 তিনি বলেন, ইসলামের ১৩ দফা দাবির একটি অন্যতম দফা হলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। এ দাবি আমরা বহুদিন ধরে জানিয়ে আসছি।

বাবুনগরী আরও বলেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার বিষয়ে সরকারের প্রতি আমরা দৃঢ় দাবি জানাচ্ছি। এ দাবির কোনো বিকল্প আমরা চাই না। খতমে নবুয়তের আকিদার ব্যাপারে কোনো ছাড় নয়।

তিনি ইসলামি জনমতের প্রতিফলন ঘটিয়ে সরকারের প্রতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ