শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আহমদীয়াদের  অমুসলিম ঘোষণা সময়ের দাবি: মহিবুল্লাহ বাবুনগরী মৌলিক দাবি উপেক্ষিত হলে সংবিধান মানবে না মুসলমানেরা: এনায়েতুল্লাহ আব্বাসী  কাদিয়ানীরা ইসলামের গণ্ডির বাহিরে: সাইয়েদ কাফিল বুখারী ধর্মীয় কার্যক্রম ও প্রতীক ব্যবহারে অমুসলিমদের কোনো অধিকার নেই রাসূলুল্লাহ সা.কে আখেরি নবী হিসেবে বিশ্বাসই মুসলিমের পরিচয়: সালাহউদ্দিন আহমেদ “জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করা হবে” ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল আহমদীয়ারা বাংলাদেশে থাকবে, তবে মুসলিম হিসেবে নয়:  জুনায়েদ আল হাবিব ফতোয়া নয়, এবার রাষ্ট্রীয় ঘোষণা চাই: মুফতি মিজানুর রহমান সাঈদ ‘খতমে নবুওয়াত বিরোধীরা কোনো ফেরকা নয়, তারা ইসলামের গণ্ডির বাহিরে‘

আহমদীয়ারা বাংলাদেশে থাকবে, তবে মুসলিম হিসেবে নয়:  জুনায়েদ আল হাবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টার একটি বক্তব্যকে কেন্দ্র করে আজকের মহাসম্মেলনে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বক্তা জুনায়েদ আল হাবিব। তিনি বলেন, উপদেষ্টা যখন দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশে আগমন করেন, বিমানবন্দরে সাংবাদিকদের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম উল্লেখ করতে গিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পাশাপাশি আহমদীয়ার নামও বলেছেন।

জুনায়েদ আল হাবিব বলেন, “আমরাও চাই— তারা বাংলাদেশে থাকবে, তবে মুসলিম হিসেবে নয়; অমুসলিম সংখ্যালঘু হিসেবেই থাকতে হবে।”

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সংখ্যালঘুরা অত্যন্ত নিরাপদে বসবাস করে এবং এটি পৃথিবীর যেকোনো দেশের জন্য উদাহরণ হতে পারে।
“হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ এই দেশে নিরাপত্তার সাথে থাকে— এমন শান্তিপূর্ণ পরিবেশ পৃথিবীতে খুব কম দেখা যায়,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হলে আমরা কাফনের কাপড় পড়ে রাজপথে নামতে প্রস্তুত।”

তার বক্তব্যে সম্মেলনস্থলে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা, ঐক্য ও দৃঢ় প্রত্যয়ের সঞ্চার হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ