শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ।। ৩০ কার্তিক ১৪৩২ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আহমদীয়াদের  অমুসলিম ঘোষণা সময়ের দাবি: মহিবুল্লাহ বাবুনগরী মৌলিক দাবি উপেক্ষিত হলে সংবিধান মানবে না মুসলমানেরা: এনায়েতুল্লাহ আব্বাসী  কাদিয়ানীরা ইসলামের গণ্ডির বাহিরে: সাইয়েদ কাফিল বুখারী ধর্মীয় কার্যক্রম ও প্রতীক ব্যবহারে অমুসলিমদের কোনো অধিকার নেই রাসূলুল্লাহ সা.কে আখেরি নবী হিসেবে বিশ্বাসই মুসলিমের পরিচয়: সালাহউদ্দিন আহমেদ “জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করা হবে” ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল আহমদীয়ারা বাংলাদেশে থাকবে, তবে মুসলিম হিসেবে নয়:  জুনায়েদ আল হাবিব ফতোয়া নয়, এবার রাষ্ট্রীয় ঘোষণা চাই: মুফতি মিজানুর রহমান সাঈদ ‘খতমে নবুওয়াত বিরোধীরা কোনো ফেরকা নয়, তারা ইসলামের গণ্ডির বাহিরে‘

ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষায় ফারাক্কা ও তিস্তাসহ সকল পানিবণ্টন ইস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘দাদাগিরি বন্ধ’ করারও দাবি জানান।

শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জে ‘পদ্মা বাঁচাও গণসমাবেশ’-এর আগে মহানন্দা রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশের স্বার্থ আমাদেরই দেখতে হবে। বিএনপি যদি জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, নিঃসন্দেহে ফারাক্কা ইস্যু, তিস্তা এগুলোয় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছে করলেই আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারে। আমি মনে করি, যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে, সেই হিসেবে আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা দরকার।

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে গত সরকারের সময়ে উল্টো তারা (ভারত) আমাদের চেপে ফেলেছে। সব নিয়ে গেছে, বিনিময়ে আমাদের কিছু দেয়নি। এটা আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকারের ব্যর্থতা।

বিএনপি নেতা আরও বলেন, আমাদের কমিটমেন্টে আমরা কমিটেট। এটা আমাদের রাজনীতি। এখানকার পানির হিস্যা, সীমান্তে হত্যা, আমাদের ব্যালেন্স অব চেইন ঠিক করা এগুলায় আমরা বেশি গুরুত্ব দিতে চাই। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। তবে, আমাদের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই।

তিনি বলেন, বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি দল। এর মধ্যে দিয়ে তারা রাজনীতিতে ফায়দা নিতে চায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ