“কাদিয়ানী ইসলামের প্রত্যেক গণ্ডির বাহিরে। সকল মুসলমানকে কাদিয়ানী মতবাদের বিষয়ে সতর্ক এবং ইসলামের মৌলিক শিক্ষায় অবিচল থাকতে হবে বলে মন্তব্য করেছেন সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারীর নাতি প্রখ্যাত আলেম সাইয়েদ কাফিল বুখারী।
আজ শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সম্মিলিত পরিষদের মহাসম্মেলনে বক্তব্য রাখাকালে এসব কথা বলেন তিনি।মহাসম্মেলনে তিনি ইসলামের মৌলিক বিশ্বাস এবং কাদিয়ানী মতবাদের মধ্যে সংঘাতের বিষয়গুলো তুলে ধরেন।
সাইয়েদ কাফিল বুখারী বলেন, “আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল জামানার মুসলমানদের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন। সমস্ত মুসলমানদেরই তার অনুসরণ করতে হবে।” তিনি মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর সর্বশেষ নবী হওয়ার বিষয়ে ইসলামের স্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি কাদিয়ানী ফেতনার প্রসঙ্গে বলেন, “মির্জা গোলাম কাদিয়ানীর ফেতনার বিপরীতে পাকিস্তান, হিন্দুস্তান এবং বাংলাদেশের পুরো অঞ্চলে আলোচনা চলছে। এটি শুধু স্থানীয় নয়, বরং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মধ্যেও এর প্রভাব রয়েছে।”
উল্লেখ্য সাইয়েদ কাফিল বুখারী প্রয়াত শাহ আতাউল্লাহ বুখারীর নাতি এবং কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের অন্যতম পুরোধা।
তার বক্তব্যে উপস্থিত মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সমর্থন জানিয়ে ইসলামের মূল আকিদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করেন।
এমএম/
