সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

চামড়ার দাম: ফেসবুক ও মিডিয়াকে দুষছেন বাণিজ্য উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবারের কোরবানির ঈদে চামড়ার দাম নিয়ে কারসাজির যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার দাবি, সরকার নির্ধারিত দামেই পশুর চামড়া বিক্রি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং কিছু নিউজ মিডিয়ায় এ ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

সোমবার (৯ জুন) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই কথা বলেন। একটি বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে তিনি এদিন শ্যামনগরে আসেন। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিনামূল্যে সাড়ে সাত লাখ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছিল। এছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছে। 

শেখ বশিরউদ্দীন বলেন, চামড়া শিল্পে ২১৫ কোটি প্রণোদনার টাকা সরকার ঈদের আগেই ছেড়ে দিয়েছিল। চাহিদার জন্য ওয়েট ফুল চামড়া এবং সাদা চামড়া রফতানির জন্য ছাড় দিয়েছে। এখন জনগণ নিয়ম মেনে একত্রিত হয়ে মজুদ বা সংরক্ষণ করলে সরকার নির্ধারিত মূল্যের আরও বেশি পাবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, কিছু মৌসুমি ব্যবসায়ী সঠিকভাবে সংরক্ষণ না করে, কাঁচা চামড়া যদি লবণ মেশানো না হয়, তাহলে তো সেগুলো পচে যাবে। তার কোনো দাম নেই।
এর আগে বেলা ১১টায় বাণিজ্য উপদেষ্টা সুন্দরবন ঘেষা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অভিভাবকদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য দেন। 

এ সময় উপদেষ্টা বলেন, বিগত দিনে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে অস্থিরতা-নৈরাজ্যের কারণে জ্ঞান পেছনের দিকে চলে গিয়েছিল। নৈরাজ্য এবং সমস্ত রকম অন্যায়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ