চামড়ার দাম: ফেসবুক ও মিডিয়াকে দুষছেন বাণিজ্য উপদেষ্টা
প্রকাশ:
০৯ জুন, ২০২৫, ০৪:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
এবারের কোরবানির ঈদে চামড়ার দাম নিয়ে কারসাজির যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার দাবি, সরকার নির্ধারিত দামেই পশুর চামড়া বিক্রি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং কিছু নিউজ মিডিয়ায় এ ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার (৯ জুন) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই কথা বলেন। একটি বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে তিনি এদিন শ্যামনগরে আসেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিনামূল্যে সাড়ে সাত লাখ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়েছিল। এছাড়া ৮৬ হাজার কসাইকে সরকার ট্রেনিং দিয়েছে। শেখ বশিরউদ্দীন বলেন, চামড়া শিল্পে ২১৫ কোটি প্রণোদনার টাকা সরকার ঈদের আগেই ছেড়ে দিয়েছিল। চাহিদার জন্য ওয়েট ফুল চামড়া এবং সাদা চামড়া রফতানির জন্য ছাড় দিয়েছে। এখন জনগণ নিয়ম মেনে একত্রিত হয়ে মজুদ বা সংরক্ষণ করলে সরকার নির্ধারিত মূল্যের আরও বেশি পাবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, কিছু মৌসুমি ব্যবসায়ী সঠিকভাবে সংরক্ষণ না করে, কাঁচা চামড়া যদি লবণ মেশানো না হয়, তাহলে তো সেগুলো পচে যাবে। তার কোনো দাম নেই। এ সময় উপদেষ্টা বলেন, বিগত দিনে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে অস্থিরতা-নৈরাজ্যের কারণে জ্ঞান পেছনের দিকে চলে গিয়েছিল। নৈরাজ্য এবং সমস্ত রকম অন্যায়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল। এমএম/ |