শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

৭৭ হাজার হজযাত্রীর ইমিগ্রেশন হবে ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৯ এপ্রিল শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। এবারও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হবে। রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এই সুবিধা পাবেন ৭৭ হাজার জন। তবে চট্টগ্রাম ও সিলেট হয়ে হজে যাওয়া প্রায় ১০ হাজার হজযাত্রী এই সুবিধা পাবেন না। 

সোমবার (২১ এপ্রিল) এসব তথ্য জানায় পাসপোর্ট অধিদপ্তর ও ধর্ম মন্ত্রণালয়।

এ বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭ হাজার জন। হজযাত্রীদের পবিত্র হজযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর একটি হোটেলে সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে পাসপোর্ট অধিদপ্তর ও হজ মন্ত্রণালয়। পরে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান, হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেন, ‘সৌদি আরব কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ আলোচনা হলো। এটি মূলত মক্কা রুট ইনিশিয়েটিভের একটি উদ্যোগ। হাজিদের ফ্যাসিলিটেইট করা নিয়েই মূলত বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করি, আগের মতোই হাজীদের যাত্রা ও লাগেজের ব্যবস্থাপনা নির্বিঘ্ন থাকবে।’

তিনি বলেন, বাংলাদেশের হজযাত্রীরা যে দুটি ক্ষেত্রে সুবিধা পান তার একটি হলো সৌদি আরবে পৌঁছানোর পর যে ইমিগ্রেশন হওয়ার কথা সেটা বাংলাদেশের বিমানবন্দর ছাড়ার আগেই হয়। আরেকটি হলো হজযাত্রীদের যে লাগেজ ম্যানেজমেন্ট এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে হ্যান্ডেল করে। হজযাত্রীরা যে হোটেলে ওঠেন সে হোটেলে লাগেজ পৌঁছে যায়। এ দুটি সুবিধা মক্কা রুট ইনিশিয়েটিভের মাধ্যমে তারা পান।

তিনি বলেন, প্রতিবারের মতো আমাদের হজযাত্রীরা ইমিগ্রেশন ক্রস করে যাবেন এবং সেখানে ঝামেলাবিহীন তাদের লাগেজটা পৌঁছাবে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ